Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল ও পথসভা


 

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল ও পথসভা



অতনু হাজরা, বর্ধমান : কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষি নীতি, ধ্বংসাত্মক শিক্ষানীতি, শিক্ষার বাণিজ্যিকরণ ও বেসরকারীকরন, অপপ্রচার- মিথ্যা প্রতিশ্রুতি এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। শনিবার মিছিলটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কার্জন গেটে এসে সেখানে একটি পথসভা করা হয়। পথসভার মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখার্জি, সহ সভাপতি আশঙ্কাভঞ্জন ঢোল, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, চেয়ারম্যান ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অধ্যাপিকা শিখা সেনগুপ্ত, বিশিষ্ট শিক্ষক নেতা স্বপন ঘোষাল, সংগঠনের জেলা সভাপতি তপন দাস, জেলার প্রাথমিক সংগঠনের সভাপতি তপন পোরেল সহ বিভিন্ন নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকারা।‌‌‌‌‌






 প্রত্যেক বক্তাই তাঁদের বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে কেন্দ্রের নয়া কৃষিবিল, শিক্ষানীতি ও এন আর সি নিয়ে মুখ খোলেন। দিব্যেন্দু বাবু এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকারা মিছিল ও পথসভায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।তিনি তাঁর বক্তব্যে কেন্দ্র সরকারের সমালোচনার সাথে সাথে রাজ্য সরকারের নানা প্রকল্পগুলি তুলে ধরে সাফল্যের খতিয়ান দেন। তিনি আরো জানান খুব শীঘ্রই সংগঠনের শিক্ষকরা সরকারের পাশে দাঁড়িয়ে ব্লকে ব্লকে তাঁদের কাজ শুরু করবেন।