চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল ও পথসভা


 

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল ও পথসভা



অতনু হাজরা, বর্ধমান : কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষি নীতি, ধ্বংসাত্মক শিক্ষানীতি, শিক্ষার বাণিজ্যিকরণ ও বেসরকারীকরন, অপপ্রচার- মিথ্যা প্রতিশ্রুতি এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। শনিবার মিছিলটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কার্জন গেটে এসে সেখানে একটি পথসভা করা হয়। পথসভার মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখার্জি, সহ সভাপতি আশঙ্কাভঞ্জন ঢোল, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, চেয়ারম্যান ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অধ্যাপিকা শিখা সেনগুপ্ত, বিশিষ্ট শিক্ষক নেতা স্বপন ঘোষাল, সংগঠনের জেলা সভাপতি তপন দাস, জেলার প্রাথমিক সংগঠনের সভাপতি তপন পোরেল সহ বিভিন্ন নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকারা।‌‌‌‌‌






 প্রত্যেক বক্তাই তাঁদের বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে কেন্দ্রের নয়া কৃষিবিল, শিক্ষানীতি ও এন আর সি নিয়ে মুখ খোলেন। দিব্যেন্দু বাবু এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকারা মিছিল ও পথসভায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।তিনি তাঁর বক্তব্যে কেন্দ্র সরকারের সমালোচনার সাথে সাথে রাজ্য সরকারের নানা প্রকল্পগুলি তুলে ধরে সাফল্যের খতিয়ান দেন। তিনি আরো জানান খুব শীঘ্রই সংগঠনের শিক্ষকরা সরকারের পাশে দাঁড়িয়ে ব্লকে ব্লকে তাঁদের কাজ শুরু করবেন।