চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত


 

পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ থেকে ২৩ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন নতুন রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালে জাতীয় কংগ্রেস বেরিয়ে ১৩ বছর রাজনৈতিক লড়াই চালিয়ে বামেদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মসনদ। ইংরেজি নববর্ষের দিনটি তৃণমূল কংগ্রেসের উত্থানের দিন। তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আজকের দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৪ তম প্রতিষ্ঠা দিবস বর্ধমানের কালিবাজারে জেলার দলীয় কার্যালয়ে যথাযত মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী শিখা সেনগুপ্ত সহ অন্যান্যরা।


তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস পালন জামালপুরে



অতনু হাজরা : পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃত্ব। জামালপুরে গুহ মার্কেটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন জামালপুরের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে দলীয় পতাকা উত্তোলনের পর সদ্য গতকাল প্রয়াত জামালপুরের প্রথম সারির তৃণমূল নেতা শেখ মবিন - এর স্মৃতির উদ্দেশ্য ও তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।




 অন্যদিকে শুঁড়ে কালনায় নিজের পার্টি অফিসে আজকের এই প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করেন ব্লকের আর এক নেতা প্রদীপ পাল। ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের সাথে সকলেই তৃতীয় বারের জন্য মমতা বন্দোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য শপথ নেন। 


মেমারিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন



সেখ সামসুদ্দিন : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম বিধায়ক অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জী সহ নেতৃত্ব।



 মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে পতাকা তোলেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য এবং দলীয় কার্যালয়ে শহীদ ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল‍্যদান করেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব।




 অন্যদিকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে প্রাক্তন বিধায়ক অধ‍্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল সাহেবের অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী ও সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার। উপস্থিত ছিলেন শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি অজিত সিং, শহর সংখ্যা লঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা সহ নেতৃত্ব।




 পরে সকলে একসঙ্গে বামুনপাড়া মোড়ে শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিকের ব‍্যবস্থাপনায় শিক্ষক সমিতির অফিসের সামনে পতাকা উত্তোলন করেন। এরপর সম্মিলিত ভাবে সকল নেতৃত্ব ১০ নং ওয়ার্ডে মেমারি পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্তের ওয়ার্ড অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন। তারপর শিক্ষক সমিতির উদ‍্যোগে শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় মেমারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ‍্যে ফল বিতরণ করা হয়।