Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল


 

বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল


অতনু হাজরা, জামালপুর : সোমবার বিজেপি'র পক্ষ থেকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ছিল। সেই অভিযানে মৃত্যু হয় এক বিজেপি কর্মী উলেন রায়।যদিও এই মৃত্যুর জন্য বিজেপি তৃণমূলকেই দায়ী করছে। সেই মৃত্যুর প্রতিবাদেই আজ সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুরে ১১ নং মন্ডল থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয়। মিছিলটি বিজেপির মন্ডল পার্টি অফিস থেকে থানা পর্যন্ত করা হয়।মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সম্পাদিকা হেনারানী মন্ডল, ১১ নং মন্ডলের সাধারণ সম্পাদক পুলক ভট্টাচার্য, মন্ডল সহ সভাপতি চন্দন ব্যানার্জি, যুব মোর্চার সভাপতি অজয় ডকাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।