Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উদ্ধার হওয়া শব্দবাজি নিস্ক্রিয় করা হলো জামালপুরের তেল কুপি ঘাটে


 

উদ্ধার হওয়া শব্দবাজি নিস্ক্রিয় করা হলো জামালপুরের তেল কুপি ঘাটে


অতনু হাজরা, জামালপুর : দুর্গা পুজো ও কালি পুজোতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি শব্দবাজি উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। সেই শব্দবাজি গুলি সোমবার দামোদরের তীরে তেলকুপি ঘাটে নিস্ক্রিয় করা হয়।এগুলিকে নিস্ক্রিয় করার জন্য উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোমের নেতৃত্বে পুলিশবাহিনী, দমকল ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা। ছিলেন জামালপুরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরাও। 




তেলকুপি ঘাটে বালিতে গর্ত খুঁড়ে বিশেষ পদ্ধতিতে এগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই এই কাজ করা হয়। ছিল দমকলের গাড়ি ও এ্যাম্বুলেন্স। যাতে কোনোরকম দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ওসি অরুণ কুমার সোম জানান সারকারি নির্দিষ্ট বিধি মেনেই এই শব্দবাজিগুলি নিস্ক্রিয় করা হলো।