উদ্ধার হওয়া শব্দবাজি নিস্ক্রিয় করা হলো জামালপুরের তেল কুপি ঘাটে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

উদ্ধার হওয়া শব্দবাজি নিস্ক্রিয় করা হলো জামালপুরের তেল কুপি ঘাটে


 

উদ্ধার হওয়া শব্দবাজি নিস্ক্রিয় করা হলো জামালপুরের তেল কুপি ঘাটে


অতনু হাজরা, জামালপুর : দুর্গা পুজো ও কালি পুজোতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি শব্দবাজি উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। সেই শব্দবাজি গুলি সোমবার দামোদরের তীরে তেলকুপি ঘাটে নিস্ক্রিয় করা হয়।এগুলিকে নিস্ক্রিয় করার জন্য উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোমের নেতৃত্বে পুলিশবাহিনী, দমকল ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা। ছিলেন জামালপুরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরাও। 




তেলকুপি ঘাটে বালিতে গর্ত খুঁড়ে বিশেষ পদ্ধতিতে এগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই এই কাজ করা হয়। ছিল দমকলের গাড়ি ও এ্যাম্বুলেন্স। যাতে কোনোরকম দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ওসি অরুণ কুমার সোম জানান সারকারি নির্দিষ্ট বিধি মেনেই এই শব্দবাজিগুলি নিস্ক্রিয় করা হলো।



Post a Comment

0 Comments