Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বঙ্গধ্বনি যাত্রা শেষে বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল


 

বঙ্গধ্বনি যাত্রা শেষে বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বঙ্গধ্বনি যাত্রা শেষে তৃণমূল কংগ্রেস শহর বর্ধমানে মহামিছিল করে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার উল্লাস মোড় থেকে কার্জনগেট পর্যন্ত মিছিল কার্যত জনপ্লাবনের চেহারা নেয়। মিছিল শেষে কার্জনগেটে একটি সভাও হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ সহ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উত্তম সেনগুপ্ত, দেবু টুডু, ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, উজ্জ্বল প্রামাণিক, শম্পা ধাড়া, আইনুল হক, রাসবিহারী হালদার, শিখা সেনগুপ্ত, সুভাষ মন্ডল, নবীন বাগ, নেপাল ঘড়ুই এবং সর্বোপরি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা খোকন দাস। আর সভা শেষ হওয়ার আগেই হৈ-হট্টগোল শুরু হয়ে যায়। মঞ্চের সামনে থেকে আওয়াজ ওঠে বিজেপি'র দালাল খোকন দাস দূর হটো। মুহুর্তে মঞ্চের সামনে বিশৃংখলার সৃষ্টি হয়। পতাকার লাঠি উঁচিয়ে চলে হুঁশিয়ারি। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি মঞ্চ থেকে নেমে হাঁটা দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এরই মাঝে নাম না করে মন্ত্রীর কাছে খোকন দাসের বিরুদ্ধে আঙ্গুল তোলেন বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহঃ সেলিম। নাম না করেই খোকন দাসকে দাদার অনুগামী বলে চিহ্নিত করা হয়।

 সবমিলিয়ে শহর বর্ধমানে একচ্ছত্র রাজ করা খোকন দাসের বিরুদ্ধে প্রকাশ্যে যে ভাবে স্লোগান উঠলো তাতে ওই নেতার পায়ের তলার মাটি ক্রমশ হালকা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।