Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৪ ঘন্টা পরেই ঘটবে বিরল এক মহাজাগতিক ঘটনা

         courtesy : Breakthrough Science Society




২৪ ঘন্টা পরেই ঘটবে বিরল এক মহাজাগতিক ঘটনা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট,  সংবাদ প্রভাতী : ২৪ ঘন্টা পরেই ঘটবে বিরল এক মহাজাগতিক ঘটনা। দুটি বিশাল গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ও শনি মিলে তৈরি করবে বিরল যুগ্ম গ্রহ। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র। ১৫ ডিসেম্বর থেকে দুটি গ্রহ কাছাকাছি আসতে শুরু করে, আর ২১ ডিসেম্বর একেবারে মিলে গিয়ে যুগ্মগ্রহে পরিনত হবে। এরপর দুটি গ্রহ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত কাছাকাছি অবস্থান করবে। প্রদীপবাবু জানান, শনি, পৃথিবী ও বৃহস্পতির মধ্যে কোণের মান হবে শূন্যের কাছাকাছি (প্রায় ০.১ ডিগ্রি)। এমনিতে ২০ বছর পর পর শনি ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে যায়। কিন্তু দুটি গ্রহের মিলন ঘটে বহু বছর পর পর। এরপর এমন ঘটনা ঘটবে ২০৮০ সালে। তারপর আবার ২৪০০ সালে। এর আগে ১২২৬ সালের ৪ মার্চ এই ঘটনা ঘটেছিল। প্রায় ৮০০ বছর পর এই মিলন। 
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র আরও জানান, দক্ষিণ-পশ্চিম আকাশে দিগন্তরেখার উপরে ২১ ডিসেম্বর সন্ধ্যা ৫.২৮ মিনিট থেকে ৭.১২ মিনিট পর্যন্ত। তবে দেখার জন্য টেলিস্কোপ বা বাইনোকুলার প্রয়োজন। তবে ২১ ডিসেম্বর কাকতালীয় ভাবে সূর্য থাকবে মকরক্রান্তি রেখার উপরে ফলে পৃথিবীর উত্তর গোলার্ধে ওই দিন দীর্ঘতম রাত্রি।
আকাশ নিয়ে কৌতূহল মেটানো এবং মহাজাগতিক ঘটনা নিয়ে কুসংস্কার ও অন্ধবিশ্বাস এর বিরুদ্ধে প্রচারের লক্ষ্যে জেলা ও বিজ্ঞানকেন্দ্র স্তরে এবিষয়ে কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র।