Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিল্লির কৃষক সংগ্রামে শহীদ কৃষকদের প্রতি সংহতি মঞ্চের শ্রদ্ধাঞ্জলী


 

দিল্লির কৃষক সংগ্রামে শহীদ কৃষকদের প্রতি সংহতি মঞ্চের শ্রদ্ধাঞ্জলী 



 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দিল্লিতে কৃষক আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হলো দুর্গাপুরে। রবিবার কৃষক সংহতি মঞ্চের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর প্রান্তিকা-তে অনুষ্ঠান হয়। সংহতি মঞ্চের অন্যতম উদ্যোক্তা অধ্যাপিকা সুচেতা কুন্ডু বলেন, "দিল্লীতে প্রবল ঠান্ডার মধ্যে ঐতিহাসিক কৃষক আন্দোলনে বাইশ জন কৃষক প্রাণ হারিয়েছেন। এতদসত্ত্বেও লক্ষ লক্ষ কৃষকের অদম্য বলিষ্ঠ আন্দোলন চলছে। কালা কৃষক আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। " 



রবিবার দুর্গাপুরে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার পরমা মন্ডল, সৃততিতা পাল, কৃষ্ণা ঠাকুর। প্রত্যেকেই দিল্লির কৃষক সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আবৃত্তি পরিবেশন করেন। প্রতিকী শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন নিখিল বঙ্গ সাহিত্য সংসদ এর পক্ষে মোহিত গাঙ্গুলি। বক্তব্য রাখেন এন আর সি বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আমাউদ্দিন সাহেব। শহীদ বেদীতে মাল্যদান করেন শিক্ষিকা সুমনা গোস্বামী, শিক্ষক উৎপল দেবনাথ। আইনজীবী সোমনাথ ব্যানার্জী সহ অন্যান্যরা।