চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দিল্লির কৃষক সংগ্রামে শহীদ কৃষকদের প্রতি সংহতি মঞ্চের শ্রদ্ধাঞ্জলী


 

দিল্লির কৃষক সংগ্রামে শহীদ কৃষকদের প্রতি সংহতি মঞ্চের শ্রদ্ধাঞ্জলী 



 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দিল্লিতে কৃষক আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হলো দুর্গাপুরে। রবিবার কৃষক সংহতি মঞ্চের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর প্রান্তিকা-তে অনুষ্ঠান হয়। সংহতি মঞ্চের অন্যতম উদ্যোক্তা অধ্যাপিকা সুচেতা কুন্ডু বলেন, "দিল্লীতে প্রবল ঠান্ডার মধ্যে ঐতিহাসিক কৃষক আন্দোলনে বাইশ জন কৃষক প্রাণ হারিয়েছেন। এতদসত্ত্বেও লক্ষ লক্ষ কৃষকের অদম্য বলিষ্ঠ আন্দোলন চলছে। কালা কৃষক আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। " 



রবিবার দুর্গাপুরে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার পরমা মন্ডল, সৃততিতা পাল, কৃষ্ণা ঠাকুর। প্রত্যেকেই দিল্লির কৃষক সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আবৃত্তি পরিবেশন করেন। প্রতিকী শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন নিখিল বঙ্গ সাহিত্য সংসদ এর পক্ষে মোহিত গাঙ্গুলি। বক্তব্য রাখেন এন আর সি বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আমাউদ্দিন সাহেব। শহীদ বেদীতে মাল্যদান করেন শিক্ষিকা সুমনা গোস্বামী, শিক্ষক উৎপল দেবনাথ। আইনজীবী সোমনাথ ব্যানার্জী সহ অন্যান্যরা।