Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পে কৃষকদের সর্ষে চাষে উৎসাহিত করতে সহায়তা প্রদান


 

আত্মা প্রকল্পে কৃষকদের সর্ষে চাষে উৎসাহিত করতে সহায়তা প্রদান


অতনু হাজরা, জামালপুর : আত্মা প্রকল্পে মাইক্রো ক্রপট পদ্ধতিতে সর্ষে চাষে উৎসাহিত করতে সর্ষে চাষের উপকরণ হিসাবে ১ কেজি সর্ষে বীজ ও চাষের জন্য প্রয়োজনীয় কীটনাশক ওষুধ তুলে দেওয়া হলো চাষীদের হাতে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ব্লকের ১০০ জন কৃষকের হাতে এই সব উপকরণ প্রদান করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার জামালপুর ব্লক অফিস থেকে কৃষকদের হাতে এই উপকরণ তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, ব্লক কৃষি অধিকর্তা সঞ্জীবুল ইসলাম ও পল্লব কুমার দাস সহ অন্যান্যরা। কৃষি অধিকর্তা জানান দুদিনের কর্মসূচিতে ১০০ জন কৃষকের হাতে এই উপকরণ তুলে দেওয়া হবে। তার মধ্যে আজ ৪৫ জনকে দেওয়া হলো। মেহেমুদ খান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষক স্বার্থে সদা জাগ্রত। তাই যাতে সাধারণ গরিব কৃষকদের চাষের অসুবিধা না হয় তাই এই উপকরণ কৃষকদের দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকরা যেমন উদ্বুদ্ধ হবে আবার তারা স্বাবলম্বীও হতে পারবে। সর্ষে চাষের উপকরণ হিসাবে সরকারী এই অনুদান পেয়ে কৃষকরা খুবই খুশী।