চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দুয়ারে সরকার কর্মসূচি জামালপুরে ব্লকের জোতশ্রীরাম পঞ্চায়েতে


 

দুয়ারে সরকার কর্মসূচি জামালপুরে ব্লকের জোতশ্রীরাম পঞ্চায়েতে


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। প্রতিটি পঞ্চায়েতে চলছে ক্যাম্প। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জোতশ্রীরাম গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প হয়। সকাল ১০ টা থেকেই ক্যাম্পে মানুষের লম্বা লাইন পড়ে যায়। প্রায় প্রতিটি কাউন্টারেই মানুষের লাইন চোখে পড়ে। বিশেষ করে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী এই কাউন্টার গুলিতে বেশি লম্বা লাইন দেখা যায়। এখানের ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ছিলেন পঞ্চায়েত প্রধান আরিফা বেগম ও উপ প্রধান তপন কুমার দে। এই ক্যাম্প পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী। আজকের এই ক্যাম্প থেকে অনেক তপশীলি জাতির মানুষদের হাতে কাস্ট সার্টিফিকেট তুলে দেন মেহেমুদ খান ও গৌতম কুমার দত্ত। 




 এদিন জামালপুরের পাড়াতল ২ নং পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামের প্রাইমারি স্কুলে স্বাস্থ্য সাথীর একটি বিশেষ ক্যাম্প করা হয়।সেই ক্যাম্পে ছবি তুলে একেবারে হাতে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দেওয়া হয়। এই শিবিরটিতেও যান পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও প্রধান মাবিয়া বেগম শেখ। এই ধরণের পরিষেবা পেয়ে সাধারণ মানুষ যথেষ্ট খুশি।