বঙ্গধ্বনি যাত্রায় জনগণের সামনে রাজ্য সরকারের দশ বছরের কাজের খতিয়ান
সেখ সামসুদ্দিন, মেমারি : রাজ্যের পর বাংলায় জেলা থেকে ব্লক পশ্চিমবঙ্গ সরকারের দশ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করছে দলীয় নেতৃত্ব। লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উন্নয়নমূলক কাজ-কর্ম করেছে এক নজরে তারই খতিয়ান তুলে ধরা হয়েছে রিপোর্ট কার্ডে। এরই পাশাপাশি শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে মেমারি বিধানসভা তথা মেমারি ১ ব্লকের নিমো থেকে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়। একই সঙ্গে এদিন পশ্চিমবঙ্গ সরকারের দশ বছরের রিপোর্ট কার্ডও জনসমক্ষে প্রকাশ করা হয়। এদিনের বঙ্গধ্বনি যাত্রা মেমারি শহরের জিটিরোড চকদিঘী মোড়ে এসে শেষ হয়। বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে দলীয় কাজের খতিয়ানের পাশাপাশি দলের সর্বস্তরের নেতৃত্বের মধ্যে ঐক্যের বিষয়টিও তুলে ধরা হয। ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রা প্রচার কর্মসূচি চলবে। আজ উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, তৃণমূল কংগ্রেসের মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি পুর প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। বিধায়ক জানান বঙ্গধ্বনি যাত্রা তিনটি টিমে ভাগ করা হয়েছে। প্রথম টিমে আছেন বিধায়ক নার্গিস বেগম, পুর প্রশাসক স্বপন বিষয়ী, তৃণমূল কংগ্রেসের জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, দ্বিতীয় টিমে আছেন তৃণমূল কংগ্রেসের মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, মেমারি পুরসভার সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত এবং তৃতীয় টিমে তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, নিমো ১ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম কৈবর্ত্য। এই তিনটি টিম বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে সরকারের কাজের খতিয়ান তুলে ধরবেন।