Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে ইন্ডিয়ান জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের প্রাণবন্ত মিলন উৎসব


 

বর্ধমানে ইন্ডিয়ান জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের প্রাণবন্ত মিলন উৎসব



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  ইন্ডিয়ান জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে মিলন উৎসব আয়োজিত হলো রবিবার। বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে দু'টি পর্বে অনুষ্ঠান হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্ত্তী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি এস সাবানায়কন, সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, জাতীয় কর্মপরিষদের সদস্য তারকনাথ রায়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী।



 এই পর্বে সাংবাদিক পরিবারের দুই কৃতি ছাত্রী জৈমিনি ভৌমিক ও বর্ষা দত্ত - কে আই জে এ পূর্ব বর্ধমান জেলা কমিটি সম্বর্ধনা জানায়। দুই কৃতির হাতে মানপত্র, মোমেন্টো ও উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি শম্পা ধাড়া এবং তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্ত্তী সাংবাদিকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই আয়োজনের প্রসংশা করেন। স্বাগত ভাষণ দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মিথিলেশ রায়, সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি দেবব্রত চ্যাটার্জী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনায় জৈমিনি ভৌমিক। প্রথম পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়।



 দ্বিতীয় পর্বে কথায়, কবিতায় ও গল্পের মাধ্যমে ভাব বিনিময়ে প্রাণবন্ত হয়ে উঠে এদিনের মিলন উৎসব। সাংবাদিকদের মধ্যে অংশ নেন আমিনুর রহমান, বৈদ্যনাথ কোনার, পার্থ চৌধুরী, অতনু হাজরা, সৌম্য বন্দ্যোপাধ্যায়, আদিত্য নারায়ন চৌধুরী, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, মধুসূদন হাজরা চৌধুরী, রামনারায়ণ কুন্ডু, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ ভৌমিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামাপ্রসাদ চৌধুরী। করোনা আবহে সরকারি নির্দেশিকা মেনেই সামগ্রিক ভাবে অনুষ্ঠান আয়োজিত হয়।