Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানের বেত্রাগড় গ্রামে পিং-পং ক্রিকেট টুর্ণামেন্ট


 

পূর্ব বর্ধমানের বেত্রাগড় গ্রামে পিং-পং ক্রিকেট টুর্ণামেন্ট


অতনু হাজরা, জামালপুর : একদিবসীয় আটদলীয় পিং-পং ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হলো জামালপুরের বেত্রাগড় গ্রামে। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেত্রাগড় দক্ষিণ পাড়া কালিমাতা ক্লাব আজ বসন্তপুর ফুটবল মাঠে ওই ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে। ক্লাবেরই এক সদস্য শীতল সাহা সদ্য প্রয়াত হয়েছেন। এছাড়াও পাড়ারই এক তরুণী বৈশাখী মালিক সেও কিছুদিন আগে মারা যায়। তাঁদেরই স্মৃতির উদ্দেশ্যে এই খেলার আয়োজন করা হয়। এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম, পাড়াতল ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্রীদিব ঘোষ ও এলাকার বিশিষ্ট শিক্ষক দিজেন্দ্রনাথ ঘোষ। খেলার ফাইনালে বিজয়ী ও বিজিত দুই দলকে পুরস্কার হিসেবে যথাক্রমে ২৩০০ টাকা ও ২১০০ টাকা এবং একটি করে ট্রফি দেওয়া হয়।এছাড়াও ফাইনালে ম্যান অফ দি ম্যাচ ও ম্যান অফ দি সিরিজ কে পুরস্কৃত করা হয়।




 ফাইনালে বিজয়ী দল চিকনহাটি ফ্রেন্ডস ক্লাব ও বিজিত হয় মহানাদ ইয়ং স্টার ক্লাব। ক্লাবের পক্ষ থেকে তরুণ কুমার অধিকারী বলেন, সারা বছর তাঁদের ক্লাব নানা ধরণের সমাজ সেবা মূলক কাজ করে থাকে। বিশেষ করে কালী পুজোর সময় ব্লকের সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানায়।হাসপাতালে একদিন রুগীদের ফল- মিষ্টি বিতরণ করে। এছাড়া জনস্বার্থে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার করা হয়। বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। কিন্তু এবছর করোনা আবহে সব বন্ধ থেকেছে। চৈত্র মাসে সেই অনুষ্ঠান তাঁরা করার চেষ্টা করবেন বলে জানান। তিনি আরো বলেন শীতল সাহা ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে ক্লাবের।