চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

অকালে চলে গেলেন জামালপুরের বিশিষ্ট তৃণমূল নেতা শেখ মবিন


 

অকালে  চলে গেলেন জামালপুরের বিশিষ্ট তৃণমূল নেতা শেখ মবিন


অতনু হাজরা, জামালপুর : চলে গেলেন জামালপুরের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা তথা বেরুগ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ মবিন। আজ সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হন। তাঁকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই সাথে সাথে হাসপাতালে পৌঁছান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ ব্লকের নেতৃবৃন্দ। মৃতদেহ নিয়ে যাওয়া হয় সালিমডাঙ্গায় তাঁর নিজের বাড়িতে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে জামালপুর তথা বেরুগ্রাম অঞ্চলে। এলাকার সমস্ত শ্রেণীর মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছান রাজ্যের এস সি সেলের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূল কংগ্রেসের জেলার কো অর্ডিনেটর উজ্জ্বল প্রামানিক, তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি শ্রীমন্ত রায়, প্রদীপ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃত্ব তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও পরিবারকে সমবেদনা জানান। উপস্থিত হন জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার। তিনিও মবিন বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান বলেন, মবিনের মৃত্যুতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো জামালপুরের রাজনীতির অঙ্গনে। খুব কাছের মানুষকে হারিয়ে তিনি ও ভুতনাথ মালিক শোকবিহ্ববল হয়ে পড়েছেন। এই মুহূর্তে তাঁর বাড়িতে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ ব্লকের নেতৃত্ব উপস্থিত আছেন। আমাদের সংবাদ প্রভাতীর পক্ষ থেকেও তাঁর পরিবার ও অনুগামীদের সমবেদনা জানাই ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।