চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

যুব কাপ ফুটবল প্রতিযোগিতা



 যুব কাপ ফুটবল প্রতিযোগিতা


অর্ঘ্য ব্যানার্জী, গাংপুর : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের অন্তর্গত স্বস্তি পল্লী মাঠে দু'দিন ব্যাপি শুরু হয়েছে যুব কাপ ফুটবল প্রতিযোগিতা। ১৬ টিমের ফুটবল প্রতিযোগিতা খেলাটি আয়োজন করে বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেস। বুধবার যুব কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি ও ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌভিক পান, বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমান, বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অনুপ পরামানিক প্রমুখ। এইদিন খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন মাঠে। এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য রয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দল পাবে ১৫ হাজার টাকা ও ট্রফি।

Post a Comment

0 Comments