Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব কাপ ফুটবল প্রতিযোগিতা



 যুব কাপ ফুটবল প্রতিযোগিতা


অর্ঘ্য ব্যানার্জী, গাংপুর : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের অন্তর্গত স্বস্তি পল্লী মাঠে দু'দিন ব্যাপি শুরু হয়েছে যুব কাপ ফুটবল প্রতিযোগিতা। ১৬ টিমের ফুটবল প্রতিযোগিতা খেলাটি আয়োজন করে বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেস। বুধবার যুব কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি ও ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌভিক পান, বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমান, বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অনুপ পরামানিক প্রমুখ। এইদিন খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন মাঠে। এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য রয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দল পাবে ১৫ হাজার টাকা ও ট্রফি।