Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

প্রগতি মহিলা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা



প্রগতি মহিলা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রগতি মহিলা বহুমুখী সমবায় সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রবিবার এই সমবায় সমিতির সাধারণ সভায় জামালপুর ব্লকের জোৎশ্রীরাম অঞ্চলের প্রায় ১০০ টি গোষ্ঠীর মহিলারা অংশ নেন। জোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের জোৎদক্ষিণে আয়োজিত সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফা মন্ডল, সমাজসেবী তাবারক আলি সহ অন্যান্যরা। 




জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন। মহিলাদের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। তাইতো স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে গ্রাম বাংলার মা-বোনেরা আত্ম সম্মানের সঙ্গে বাঁচতে শিখেছেন।




প্রগতি মহিলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভানেত্রী কবিতা বাগ বলেন, আনন্দধারা প্রকল্পের মাধ্যমে সমবায় সমিতির সঙ্গে গোষ্ঠীর মহিলারা কাজ করে স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছেন।