Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিল্লিতে কৃষক সংগ্রামের প্রতি সমর্থন জানাতে পূর্ব বর্ধমানে সিপিএম ও কংগ্রেসের আন্দোলন


 

দিল্লিতে কৃষক সংগ্রামের প্রতি সমর্থন জানাতে পূর্ব বর্ধমানে সিপিএম ও কংগ্রেসের আন্দোলন



 ডিজিটাল ডেস্ক, রিপোর্ট সংবাদ প্রভাতী : দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে মিছিল, মিটিং সহ নানা আঙ্গিকে আন্দোলন। কংগ্রেস, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেস অন্যান্য দলগুলো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ক্রমশঃ সোচ্চার হচ্ছে। ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের পর আন্দোলনকারীরা বাড়তি অক্সিজেন পেয়েছে। 

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান তুলে ২ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেস আন্দোলনে সামিল হয়। কৃষক স্বার্থে তাঁরা ট্রাকটার ও ধান নিয়ে বর্ধমানের কার্জনগেটের সামনে অভিনব প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সদস্য জেলা কংগ্রেস নেতা কাশী নাথ গাঙ্গুলি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, জেলা কংগ্রেসের কার্যকরি সভাপতি বুলবুল আহমেদ, জেলা যুব সভাপতি গৌরব সমাদ্দার, সাধারণ সম্পাদক সঞ্জয় খান সহ মুনওয়ার আজম, পরাগ সিংহ, কৈলাস পাশোয়ান প্রমুখ।



 অন্যদিকে দিল্লির রাজপথে কৃষক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটির আহ্বানে 'জাগলো চাষী কাঁপলো দেশ আজ শাসকের সময় শেষ' স্লোগান তুলে সংহতি মিছিল হয়। ১ ডিসেম্বর মিছিল বীরহাটা পার্বতী মাঠ থেকে শুরু হয়ে বর্ধমান পুলিশ লাইনে পৌঁছে শেষ হয়।

মিছিলের সামনের সারিতে ছিলেন সি পি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, কৃষকসভার জেলা সম্পাদক সৈয়দ হোসেন সহ তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী, নজরুল ইসলাম সহ বাম নেতৃত্ব। মিছিল শেষে একটি সভা হয়। বক্তব্য রাখেন সৈয়দ হোসেন।