Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরিবর্তিত পরীক্ষার নির্ঘন্ট প্রকাশিত


 

উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরিবর্তিত পরীক্ষার নির্ঘন্ট প্রকাশিত



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন হলো। তিন দিন আগেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূচি প্রকাশ হওয়ার পর দেখা যায় ৩০ জুন হুল উৎসবের দিন পরীক্ষা রয়েছে। তা নিয়ে বিতর্কও হয়। এরপরই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ৩০ জুনের পরীক্ষা পরিবর্তন করা হবে।

 শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ওই দিন পরিবর্তন করতে বলেন। এরপর আজ ওয়েষ্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিকাশ ভবন থেকে ডেপুটি সেক্রেটারি (এগজামিনেশন) পরিবর্তিত পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করেছে।



২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ২ জুলাই। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। পরীক্ষার নির্ঘন্ট অনুযায়ী, ১৫ জুন হবে বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, প্রথম ভাষা সহ উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি পরীক্ষা। ১৭ জুন বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি দ্বিতীয় ভাষা সহ বিকল্প ইংরাজি পরীক্ষা। বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ১৮ জুন। ১৯ জুন হবে প্রাণিবিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। ২১ জুন হবে গনিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস পরীক্ষা। ২২ জুন কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারমেন্টাল স্টাডিজ, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, মিউজিক আর্টস পরীক্ষা। ২৪ জুন হবে কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সায়কোলজি পরীক্ষা। ২৬ জুন পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, পদার্থবিদ্যা পরীক্ষা। ২৮ জুন হবে রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা এবং গণ জ্ঞাপন, সংস্কৃত, পারসি, আরাবিক, ফরাসি পরীক্ষা। ২ জুলাই হবে পরিসংখ্যান বিদ্যা, ভূগোল, কস্টিং এন্ড টেকসেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা। 

এবছর করোনা পরিস্থিতিতে পিছিয়ে যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে দুই পরীক্ষার ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে বাতিল হয়েছে টেস্ট পরীক্ষাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে। একই সঙ্গে হবে একাদশের পরীক্ষাও। শুরু হবে ১৫ জুন। শেষ হবে ৩ জুলাই। পরীক্ষা হবে বেলা ২টো থেকে ৫টা ১৫ পর্যন্ত।




 পরীক্ষার সূচি অনুযায়ী ১৫ জুন হবে বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, প্রথম ভাষা সহ উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি পরীক্ষা। ১৭ জুন বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি দ্বিতীয় ভাষা সহ বিকল্প ইংরাজি পরীক্ষা। বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ১৮ জুন। ১৯ জুন হবে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স পরীক্ষা। ২১ জুন হবে গনিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস পরীক্ষা। ২২ জুন কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারমেন্টাল স্টাডিজ, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, মিউজিক আর্টস পরীক্ষা। ২৪ জুন হবে কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সায়কোলজি পরীক্ষা। ২৬ জুন পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, পদার্থবিদ্যা পরীক্ষা। ২৮ জুন হবে রসায়ন, সাংবাদিকতা এবং গণ জ্ঞাপন, সংস্কৃত, পারসি, আরাবিক, ফরাসি পরীক্ষা। ২ জুলাই হবে পরিসংখ্যান বিদ্যা, ভূগোল, কস্টিং এন্ড টেকসেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা। ৩ জুলাই অর্থনীতি।