Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বঙ্গধ্বনি যাত্রায় জারগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে খুশি গ্রামের মানুষ


 

বঙ্গধ্বনি যাত্রায় জারগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে খুশি গ্রামের মানুষ


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে বঙ্গধ্বনি যাত্রা।জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি নানা প্রকল্প ও সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরছেন।দেখাছেন রিপোর্ট কার্ড। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জারগ্রাম পঞ্চায়েতের জারগ্রাম, বড়টিগরা, রামকৃষ্ণপুর প্রভৃতি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বঙ্গধ্বনি যাত্রায় জনসংযোগ সারেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা রায়, পঞ্চায়েতের উপ প্রধান সুভাষ কোলে, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্য জন প্রতিনিধিরা। 




মানুষের কাছে পৌঁছে গিয়ে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরেন তাঁরা। আজকের এই জনসংযোগ যাত্রায় সাধারণ মানুষদের নিয়ে ছোট করে বৈঠকও করেন। ওখানেই সাধারণ মানুষের বাড়িতে মধ্যাহ্ণ ভোজন সারেন তাঁরা। মেহেমুদ খান বলেন দলীয় নির্দেশেই বঙ্গধ্বনি যাত্রায় জনগণের সুবিধা-অসুবিধা, অভাব-অভিযোগ শুনছেন এবং সুরাহার চেষ্টা করছেন। মঙ্গলবার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পেয়েছেন। যাদের কোনো সমস্যা আছে সেগুলো দ্রুত মেটানোর ব্যবস্থা করেন। ভুতনাথ মালিক বলেন, জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি যাওয়া গ্রামের মানুষ খুবই খুশি। তাঁরা সরকারি জনমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষের সামনে আজ তুলে ধরেছেন।