Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বঙ্গধ্বনি যাত্রায় জারগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে খুশি গ্রামের মানুষ


 

বঙ্গধ্বনি যাত্রায় জারগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে খুশি গ্রামের মানুষ


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে বঙ্গধ্বনি যাত্রা।জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি নানা প্রকল্প ও সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরছেন।দেখাছেন রিপোর্ট কার্ড। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জারগ্রাম পঞ্চায়েতের জারগ্রাম, বড়টিগরা, রামকৃষ্ণপুর প্রভৃতি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বঙ্গধ্বনি যাত্রায় জনসংযোগ সারেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা রায়, পঞ্চায়েতের উপ প্রধান সুভাষ কোলে, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্য জন প্রতিনিধিরা। 




মানুষের কাছে পৌঁছে গিয়ে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরেন তাঁরা। আজকের এই জনসংযোগ যাত্রায় সাধারণ মানুষদের নিয়ে ছোট করে বৈঠকও করেন। ওখানেই সাধারণ মানুষের বাড়িতে মধ্যাহ্ণ ভোজন সারেন তাঁরা। মেহেমুদ খান বলেন দলীয় নির্দেশেই বঙ্গধ্বনি যাত্রায় জনগণের সুবিধা-অসুবিধা, অভাব-অভিযোগ শুনছেন এবং সুরাহার চেষ্টা করছেন। মঙ্গলবার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পেয়েছেন। যাদের কোনো সমস্যা আছে সেগুলো দ্রুত মেটানোর ব্যবস্থা করেন। ভুতনাথ মালিক বলেন, জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি যাওয়া গ্রামের মানুষ খুবই খুশি। তাঁরা সরকারি জনমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষের সামনে আজ তুলে ধরেছেন।