Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বড়দিনে বর্ধমান শহর জুড়ে ইছলাবাদ কিরণ সংঘ


 

বড়দিনে বর্ধমান শহর জুড়ে ইছলাবাদ কিরণ সংঘ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "ফিরে আসি বারবার, আমি সান্টা এবার পাঁচবার, বড়দিন নিয়ে আসি তোমাদের কাছে, ফুটপাথ ঘেঁষা যত জোনাকিরা আছে - ইছলাবাদ কিরণ সংঘ তোমাদের পাশে। 




এই বার্তা নিয়ে বড়দিনে বর্ধমানের ইছলাবাদ কিরণ সংঘের সান্তাক্লজ হাজির হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে। স্টেশন, নার্স কোয়ার্টার, বীরহাটা, আলমগঞ্জ সহ বর্ধমানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তিবাসী, ফুটপাথবাসী সহ পথশিশুদের কাছে আজ তারা বেশ কিছু সামগ্রী তুলে দিল। বড়দিনের কেক, কমলালেবু, মিষ্টি, বিস্কুট সহ প্যাকেট প্রায় হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এই কাজ তারা বিগত পাঁচ বছর ধরে করে আসছে। ইছলাবাদ কিরণ সংঘ এইধরনের সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করে থাকে সারাবছর ধরেই। এই করোনা পরিস্থিতির সময়, কঠিন লকডাউনের সময় প্রায় তিনমাস ধরে বহু মানুষের মুখে খাবার, রান্না সামগ্রী তুলে ধরেছিল। এমনকি এই সময় পথ কুকুরদেরও প্রতিদিন রান্না খাবার খাইয়েছে। আজকের এই বড়দিনের উদ্যোগকে বিভিন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন। আর যারা আজকের বড়দিনের সকালে কিছু পেলো তারাও খুব খুশি। 



ক্লাবের সম্পাদক কাজল চক্রবর্তী এবং সভাপতি পার্থ ধর জানান, তারা এই উদ্যোগ বেশ কয়েক বছর ধরে করে আসছে। আসলে এই দিনটা আমরা সকলে ভালোভাবে কাটালেও যাদের কেউ নেই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট প্রয়াস। আমরা সারাবছর ধরে নানান সামাজিক কাজ করে থাকি এবং আগামী দিনেও মানুষের পাশে থাকবো।