Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় দিনে পরিষেবার সুবিধা নিতে মানুষের উচ্ছ্বাস জামালপুরে


 

দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় দিনে পরিষেবার সুবিধা নিতে মানুষের উচ্ছ্বাস জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : মঙ্গলবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি দুয়ারে সরকার। নআজ দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে আবুইঝাটি-১ ও আবুইঝাটি-২ গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয়। এই দুটি ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই জয়েন্ট বিডিও বিপ্লব বিশ্বাস ও গৌতম কুমার দত্ত, এডিএ সঞ্জিবুল ইসলাম, বিএলআরও পার্থ ঘোষ সহ ব্লক অফিসের ও পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকগণ। মূলত স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, এমজিএনআরজিএস, এইধরণের পরিষেবা এখনো পর্যন্ত যাঁরা পাননি তাঁদের কাছে পরিষেবা পৌঁছে দেবার জন্যই এই ব্যবস্থা সরকারের। দুটি পঞ্চায়েতেই এই ক্যাম্প শুরু হয় সকাল ১০ টায় চলবে বিকাল ৪ টা পর্যন্ত। আবুইঝাটি ১ পঞ্চায়েতে গিয়ে দেখা গেল প্রতিটি কাউন্টারেই পরিষেবা পেতে দাঁড়িয়েছেন মানুষজন।‌ বিশেষ করে স্বাস্থ্যসাথী কাউন্টারে মানুষের ভিড় যথেষ্ট বেশি ছিল। প্রত্যেক মানুষের মধ্যেই একটা উৎসাহ চোখে পড়ছিল।





 এই দুটি ক্যাম্পই পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।তিনি সরেজমিনে দেখেন ও মানুষের সাথে কথা বলেন । আবুইঝাটি -১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ আলী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা মানবিক ও কতটা সাধারণ মানুষের জন্য ভাবেন তার প্রমান এই দুয়ারে সরকার কর্মসূচি। সরকার তার নানা প্রকল্প নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে এতে অনেক সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। মেহেমুদ খান বলেন প্রতিনিয়ত মানুষের জন্য ভেবে চলেছেন মুখ্যমন্ত্রী। যে সুযোগ আজ তিনি সাধারণ মানুষের জন্য করে দিলেন এই দুয়ারে সরকার কর্মসূচির মধ্যদিয়ে তাই সকলের উচিত এই সুবিধা গ্রহণ করা। সকলকে তিনি এই সুবিধা দ্রুত নিতে বলেন। সাধারণ মানুষ এই পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি।