চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দুয়ারে সরকার' কর্মসূচির কাজ শুরু জামালপুরে

 

        ভিডিও দেখতে ছবির উপরে ক্লিক করুন


'দুয়ারে সরকার' কর্মসূচির কাজ শুরু জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারী পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য নতুন এক কর্মসূচির ঘোষণা করেছেন 'দুয়ারে সরকার'। আজ থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হলো সেই কর্মসূচি। ডিসেম্বর ও জানুয়ারি এই দু'মাস ধরে চারটি রাউন্ডে চলবে এর কাজ।প্রথম ১-১১ ডিসেম্বর, দ্বিতীয় ১৫- ২৪ ডিসেম্বর, তৃতীয় ২-১২ জানুয়ারি এবং চতুর্থ পর্যায়ে ১৮-৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে।সেই মোতাবেক মঙ্গলবার জামালপুর ব্লকে জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প করা হয় ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদারের নেতৃত্বে। যে সমস্ত মানুষ বিভিন্ন সরকারি সুবিধা এখনো পাননি তাদের জন্যই এই ব্যবস্থা। পঞ্চায়েতে এসে সমস্যার কথা জানালেই সাথে সাথে করা হবে সমাধান। পৌঁছে দেওয়া হবে সরকারি পরিষেবা। মূলত কন্যাশ্রী, রূপশ্রী, রেশন কার্ড, ঐক্যশ্রী, কৃষকবন্ধু, এমজিএনআরইজিএস সহ নানা সরকারি প্রকল্পের সুবিধা সাথে সাথে পৌঁছে দেওয়া হবে এখনো পর্যন্ত এই সুবিধা না পাওয়া মানুষদের। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, দুই জয়েন্ট বিডিও বিপ্লব বিশ্বাস ও গৌতম কুমার দত্ত, জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম, এডিএ সঞ্জিবুল ইসলাম, বিএলআরও পার্থ ঘোষ সহ পঞ্চায়েতের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ক্যাম্প চলাকালীন পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও সংশ্লীষ্ট গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। বিডিও শুভঙ্কর মজুমদার জানান, রাজ্য সরকার যে উদ্দেশ্যে এই কর্মসূচি নিয়েছেন তা রূপায়ণ করাই হলো তাঁদের কাজ। প্রথম পর্যায়ে প্রতিদিনই বিভিন্ন পঞ্চায়েতে চলবে এই ক্যাম্প যাতে উপস্থিত থাকবেন ব্লকের বিভিন্ন আধিকারিক। তিনি নিজেও উপস্থিত থাকবেন। যাঁরা এখনো সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তাঁদের কাছে যত দ্রুত সম্ভব এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।