চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মেমারিতে পুরোহিত সম্মেলনে অর্ধশতাধিক পুরোহিতকে সম্মাননা



মেমারিতে পুরোহিত সম্মেলনে অর্ধশতাধিক পুরোহিতকে সম্মাননা


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন। এলাকার বিধায়ক নার্গিস বেগমের উদ্যোগে এই আয়োজন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুরোহিত ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নার্গিস বেগম মেমারিতে পুরোহিত সম্মেলন করলেন। সোমবারের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প, বস্ত্র ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নার্গিস বেগম, মেমারি পুরসভার সহকারী প্রশাসক সুপ্রিয় সামন্ত, তৃণমূল কংগ্রেসের জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, সমাজসেবী ও মেমারি কলেজ পরিচালন সমিতির সভাপতি এম এম মুন্সী, তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, জেলা আইটি সেলের দায়িত্ব পালনকারী প্রসুন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।




 এদিন অর্ধশতাধিক পুরোহিতকে নামাবলী পরিয়ে ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত করেন মন্ত্রী ও বিধায়ক। মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে ঠাকুর, দেবতা, মহাপ্রভু ও গীতার উদাহরণ সহযোগে সম্প্রীতির কথা বলার পাশাপাশি রামের নামে রাজনীতি করার বিষয়ে সমালোচনা করেন। পুরোহিতদের পুজোর সময়ের কথা ভেবে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বিধায়ক বক্তব্য না রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। নার্গিস বেগম বলেন আজ পুরোহিতদের সম্মান জানাতে পেরে গর্ববোধ করছেন এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন মন্ত্রীর সুরে সুর মিলিয়ে ধর্ম যার যার, উৎসব সবার।