Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

স্থায়ীকরণ সহ পাঁচ দফা দাবিতে এন এইচ এম কর্মীদের কর্মবিরতি


 

স্থায়ীকরণ সহ পাঁচ দফা দাবিতে এন এইচ এম কর্মীদের কর্মবিরতি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়ও ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা কয়েক দফা দাবিতে প্রতিকী কর্মবিরতি পালন করলো। মঙ্গলবার ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মীরা আন্দোলনে সামিল হয়। তাদের মূল দাবি এন এইচ এম কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। মুখ্যমন্ত্রী ঘোষিত বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করতে হবে প্রভৃতি পাঁচ দফা দাবিতে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা সর্বত্র কর্মবিরতির সঙ্গে ডেপুটেশনও দেওয়া হয়।



  বর্ধমান সদর থেকে কাটোয়া, কালনা সর্বত্র এন এইচ এম কর্মীরা আন্দোলনে সামিল হয়েছে। বর্ধমানের কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কাটোয়া ২নং ব্লকের নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এদিনের কর্মবিরতি আন্দোলনের ছবি তুলে ধরা হলো।




 সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামীতে তাদের দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তাঁরা।