Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্থায়ীকরণ সহ পাঁচ দফা দাবিতে এন এইচ এম কর্মীদের কর্মবিরতি


 

স্থায়ীকরণ সহ পাঁচ দফা দাবিতে এন এইচ এম কর্মীদের কর্মবিরতি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়ও ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা কয়েক দফা দাবিতে প্রতিকী কর্মবিরতি পালন করলো। মঙ্গলবার ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মীরা আন্দোলনে সামিল হয়। তাদের মূল দাবি এন এইচ এম কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। মুখ্যমন্ত্রী ঘোষিত বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করতে হবে প্রভৃতি পাঁচ দফা দাবিতে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা সর্বত্র কর্মবিরতির সঙ্গে ডেপুটেশনও দেওয়া হয়।



  বর্ধমান সদর থেকে কাটোয়া, কালনা সর্বত্র এন এইচ এম কর্মীরা আন্দোলনে সামিল হয়েছে। বর্ধমানের কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কাটোয়া ২নং ব্লকের নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এদিনের কর্মবিরতি আন্দোলনের ছবি তুলে ধরা হলো।




 সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামীতে তাদের দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তাঁরা।