পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ফের বাড়ছে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ফের বাড়ছে

 


পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ফের বাড়ছে



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ১১৪ জন। পূর্ব বর্ধমান জেলায় সংখ্যা তথ্যের নিরিখে করোনা সংক্রমণ কিছুটা কমে ফের বাড়ছে। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও ১৪৬ পৌঁছে গেল। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ১১৪ জন করোনা আক্রান্ত পাশাপাশি মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৩০ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৮ হাজার ৮৩৩ জন। মঙ্গলবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। ৬৫১ জনের চিকিৎসা চলছে।

দুর্গাপুজোর পর পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের হার বেড়েছিল। এরপর গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা একশোর নিচে থাকার পর সপ্তাহের শুরুতেই সংক্রমণের গ্রাফ ঊদ্ধমুখী। সোমবারও করোনা পজিটিভ ছিল একশোর উপরে। অথচ হাটে, বাজারে, চায়ের দোকান কিংবা মুদির দোকানে চোখ রাখলেই দেখা যাচ্ছে সাধারণ মানুষের একটা বড় অংশ করোনা স্বাস্থ্যবিধি মানছেন না। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব বিধির কোনো বালাই নেই। এক শ্রেণীর মানুষ সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে।স্বাভাবিকভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। 

 ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন। তারমধ্যে বর্ধমান পুর এলাকায় ২১ জন, দাঁইহাট পৌর এলাকায় ১ জন, কালনা পুর এলাকায় ৩ জন, মেমারি পুর এলাকায় ৪ জন, আউসগ্রাম ২ ব্লকে ১জন, ভাতাড়ে ৩ জন, বর্ধমান ১ ব্লকে ১১ জন, বর্ধমান ২ ব্লকে ৩ জন, গলসি ১ ব্লকে ১ জন, গলসি ২ ব্লকে ১ জন, জামালপুর ব্লকে ১ জন, কালনা ১ ব্লকে ১ জন, কালনা ২ ব্লকে ৪ জন, কাটোয়া ১ ব্লকে ১ জন, কাটোয়া ২ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ১ ব্লকে ১ জন, কেতুগ্রাম ২ ব্লকে ১ জন, খন্ডঘোষে ৫ জন, মেমারি ১ ব্লকে ১১ জন, মেমারি ২ ব্লকে ১ জন, মঙ্গলকোটে ৩ জন, মন্তেশ্বরে ২ জন, পূর্বস্থলি ১ ব্লকে ৬ জন, পূর্বস্থলি ২ ব্লকে ৭ জন, রায়না ১ ব্লকে ১ জন এবং রায়না ২ ব্লকে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

 সরকারি রিপোর্টে জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৪ জনের মধ্যে ১০৫ জনই উপসর্গহীন। এখন পর্যন্ত ৯ হাজার ৬৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬৫১ জনের চিকিৎসা চলছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে সরকারি রিপোর্টে করোনা সংক্রমণে এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। তবে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক কর্তারা বলছেন অযথা আতঙ্কিত হবেন না। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন।


Post a Comment

0 Comments