চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

কালীপূজা কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক


 

কালীপূজা কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সমস্ত কালীপূজা কমিটিগুলিকে নিয়ে পঞ্চায়েত সমিতির মিটিং হলে প্রশাসনিক বৈঠক করলো জামালপুরে ব্লক প্রশাসন। সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, দুই জয়েন্ট বিডিও বিপ্লব বিশ্বাস ও গৌতম কুমার দত্ত, জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম, বি এল আর ও পার্থ ঘোষ, যুব দপ্তরের আধিকারিক অনুপম চ্যাটার্জী সহ আরো অনেকে।


 অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম সমস্ত ক্লাব, বারোয়ারী ও বাড়ির পুজো গুলির প্রত্যেককেই কি কি নির্দিষ্ট নিয়ম বিধি মেনে পুজো করতে হবে তা বুঝিয়ে দেন। কিছুদিন আগে দুর্গা পুজোতে যে নিয়ম ছিল আগামী কালীপুজো, ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও একই নিয়ম বলবৎ থাকবে। মহামান্য হাই কোর্ট যে রায় দিয়েছেন সেভাবেই করোনা নিয়ম মেনেই মন্দিরের প্যান্ডেল খোলা রাখতে হবে।মন্দিরের ভিতর কেউ প্রবেশ করতে পারবে না। থাকবে নো এন্ট্রি বোর্ড। কালী পুজো সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ব্লক প্রশাসন।