Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে ডেঙ্গি প্রতিরোধে উদ্যোগী স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ


 

করোনা আবহে ডেঙ্গি প্রতিরোধে উদ্যোগী স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা সংক্রমণের হার এখনও উল্লেখযোগ্য কিছু নয় কমেনি। আজ কমছে তো পরের দিনই আবার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এরই মাঝে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। তাই ডেঙ্গি প্রতিরোধে পথে নেমেছে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ। শনিবার বর্ধমান ১ নম্বর ব্লকের বেলকাশ অঞ্চলের আমতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায় ওই সংস্থা। মশার উপদ্রব কমাতে নালায় ছাড়লো গাপ্পি মাছ। এলাকায় ছড়ালো ব্লিচিং পাউডার। সারা বছরের নানা কর্মসূচির মাঝে এই উদ্যোগ নয়া সংযোজন।



 আজ তাদের উদ্যোগে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি মশার বৃদ্ধি রুখতে নালায় ছাড়া হলো পাঁচশতাধিকা গাপ্পি মাছের চারা। শনিবার এই ছোট কর্মসূচিতে ওয়েভের সদস্যরা অংশ নেন। বর্ধমান ওয়েভের সদস্য অভিজিৎ ভুঁইমালী জানিয়েছেন সারাবছর তাঁরা নানা কর্মসূচি রূপায়ন করে আসছেন। পরিবশ বাঁচাতে গাছ লাগানো, কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার করেছেন। শিক্ষা সামগ্রী নিয়ে শিশুদের পাঠশালার পাশে দাঁড়িয়েছেন। আজ মাছ ছাড়া হলো। এলাকায় ব্লিচিং ও চুন ছড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হয়।

বর্ধমান ওয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে; রবিবার বিকেলে বর্ধমানের রামাশিষ হিন্দি হাইস্কুলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে।