শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে


 

শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি ও আমরা দাদার অনুগামী পোস্টার পড়লেও জামালপুরে কোনো রকম প্রচার বা ফ্লেক্স চোখে পড়েনি। কিন্তু হটাৎই জামালপুর জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা ফ্লেক্স।বিভিন্ন জায়গায় তা টাঙানো হয়েছে। তাতে লেখা লড়াইয়ের মাঠে দেখা হবে। এই ফ্লেক্স ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা জামালপুর জুড়ে। কে বা কারা লাগালো এই ফ্লেক্স ও ফেস্টুন তাই নিয়ে চলছে জোর চর্চা। 



জামালপুর  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে এই নোংরা রাজনীতি করছে। দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। কিন্তু দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবে কিছুই করা যাবে না। তিনি আরো বলেন লড়াইটা রাজনৈতিক হোক এবং সামনা সামনি হোক লড়া যাবে।কিন্তু এমনি পরিস্থিতি যে রাতের অন্ধকারে ফ্লেক্স লাগাতে হচ্ছে।তাঁরা দলীয় স্তরে এটার খোঁজ খবর শুরু করেছেন। অন্যদিকে বিজেপির জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকাল জানান, এটা সম্পূর্ণ তৃণমূলের নিজস্ব ব্যাপার, তাদের দলীয় কোন্দলের ফল। বিজেপি কোনো ভাবেই এর সাথে যুক্ত নয়।


Post a Comment

0 Comments