Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে


 

শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি ও আমরা দাদার অনুগামী পোস্টার পড়লেও জামালপুরে কোনো রকম প্রচার বা ফ্লেক্স চোখে পড়েনি। কিন্তু হটাৎই জামালপুর জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা ফ্লেক্স।বিভিন্ন জায়গায় তা টাঙানো হয়েছে। তাতে লেখা লড়াইয়ের মাঠে দেখা হবে। এই ফ্লেক্স ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা জামালপুর জুড়ে। কে বা কারা লাগালো এই ফ্লেক্স ও ফেস্টুন তাই নিয়ে চলছে জোর চর্চা। 



জামালপুর  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে এই নোংরা রাজনীতি করছে। দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। কিন্তু দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবে কিছুই করা যাবে না। তিনি আরো বলেন লড়াইটা রাজনৈতিক হোক এবং সামনা সামনি হোক লড়া যাবে।কিন্তু এমনি পরিস্থিতি যে রাতের অন্ধকারে ফ্লেক্স লাগাতে হচ্ছে।তাঁরা দলীয় স্তরে এটার খোঁজ খবর শুরু করেছেন। অন্যদিকে বিজেপির জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকাল জানান, এটা সম্পূর্ণ তৃণমূলের নিজস্ব ব্যাপার, তাদের দলীয় কোন্দলের ফল। বিজেপি কোনো ভাবেই এর সাথে যুক্ত নয়।