Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে


 

শুভেন্দু অধিকারী'র ছবি সহ দাদার অনুগামী ফ্লেক্স ঘিরে আলোড়ন জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি ও আমরা দাদার অনুগামী পোস্টার পড়লেও জামালপুরে কোনো রকম প্রচার বা ফ্লেক্স চোখে পড়েনি। কিন্তু হটাৎই জামালপুর জুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সহ আমরা দাদার অনুগামী লেখা ফ্লেক্স।বিভিন্ন জায়গায় তা টাঙানো হয়েছে। তাতে লেখা লড়াইয়ের মাঠে দেখা হবে। এই ফ্লেক্স ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা জামালপুর জুড়ে। কে বা কারা লাগালো এই ফ্লেক্স ও ফেস্টুন তাই নিয়ে চলছে জোর চর্চা। 



জামালপুর  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে এই নোংরা রাজনীতি করছে। দলের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। কিন্তু দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবে কিছুই করা যাবে না। তিনি আরো বলেন লড়াইটা রাজনৈতিক হোক এবং সামনা সামনি হোক লড়া যাবে।কিন্তু এমনি পরিস্থিতি যে রাতের অন্ধকারে ফ্লেক্স লাগাতে হচ্ছে।তাঁরা দলীয় স্তরে এটার খোঁজ খবর শুরু করেছেন। অন্যদিকে বিজেপির জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকাল জানান, এটা সম্পূর্ণ তৃণমূলের নিজস্ব ব্যাপার, তাদের দলীয় কোন্দলের ফল। বিজেপি কোনো ভাবেই এর সাথে যুক্ত নয়।