Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার ঐতিহ্যবাহী কাটোয়ার কার্ত্তিক লড়াই বন্ধ


 

বাংলার ঐতিহ্যবাহী কাটোয়ার কার্ত্তিক লড়াই বন্ধ


রাহুল রায়, কাটোয়া : বাংলার ঐতিহ্যবাহী কাটোয়ার কার্ত্তিক লড়াই এবছর হবে না। সোমবার কার্তিক পুজো নিয়ে সমন্বয় বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, কাটোয়ার মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লা, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, কাটোয়ার বিধায়ক তথা পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া থানার আই.সি বিকাশ দত্ত সহ কার্ত্তিক পুজো কমিটির কর্মকর্তারা।

 কোভিড-১৯ পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই কার্ত্তিক লড়াই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে কার্তিক পুজো করার আহ্বান জানান প্রশাসনিক কর্তারা। পুজো কমিটির কর্মকর্তারা প্রশাসনিক নির্দেশিকা মেনেই পুজো করবেন বলে জানান। আপাতত এ বছর কাটোয়ায় কার্তিক লড়াই স্থগিত থাকছে। সকলকে সামাজিক কাজে নিয়োজিত করার আবেদন জানালেন প্রশাসনিক কর্তারা।