চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বাংলার ঐতিহ্যবাহী কাটোয়ার কার্ত্তিক লড়াই বন্ধ


 

বাংলার ঐতিহ্যবাহী কাটোয়ার কার্ত্তিক লড়াই বন্ধ


রাহুল রায়, কাটোয়া : বাংলার ঐতিহ্যবাহী কাটোয়ার কার্ত্তিক লড়াই এবছর হবে না। সোমবার কার্তিক পুজো নিয়ে সমন্বয় বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, কাটোয়ার মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লা, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, কাটোয়ার বিধায়ক তথা পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া থানার আই.সি বিকাশ দত্ত সহ কার্ত্তিক পুজো কমিটির কর্মকর্তারা।

 কোভিড-১৯ পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই কার্ত্তিক লড়াই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে কার্তিক পুজো করার আহ্বান জানান প্রশাসনিক কর্তারা। পুজো কমিটির কর্মকর্তারা প্রশাসনিক নির্দেশিকা মেনেই পুজো করবেন বলে জানান। আপাতত এ বছর কাটোয়ায় কার্তিক লড়াই স্থগিত থাকছে। সকলকে সামাজিক কাজে নিয়োজিত করার আবেদন জানালেন প্রশাসনিক কর্তারা।