Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

খেলাধুলায় ছাত্র-ছাত্রীদের উৎসাহদানে জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এ্যান্ড স্পোর্টস উদ্যোগী


 

খেলাধুলায় ছাত্র-ছাত্রীদের উৎসাহদানে জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এ্যান্ড স্পোর্টস উদ্যোগী


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আজ জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এ্যান্ড স্পোর্টস বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলাধুলায় উৎসাহ জোগাতে ব্লকের ৩২ টি স্কুলের একজন করে ছাত্র ও ছাত্রীকে বিশেষ ভাবে সংবর্ধিত করলো। প্রত্যেককে একসেট পোশাক যাতে আপার ও লোয়ার আছে, একটি মেডেল ও একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ-সভাপতি দেবু হেমব্রম, সাউথ সদর সাবডিভিশনের গেমস সেক্রেটারি সুরজিৎ চ্যাটার্জী, প্রাক্তন সেক্রেটারি প্রবীর কুমার মন্ডল, জোনাল সেক্রেটারি সুজিত ধারা ও এসিস্ট্যান্ট সেক্রেটারি বাপি কিস্কু, ব্লকের যুব কল্যান দপ্তরের আধিকারিক অনুপম চ্যাটার্জী সহ অন্যান্যরা।



 ২০১৯ সালে ব্লকের দুটি স্কুল জৌগ্রাম হাই স্কুল অনুর্ধ ১৪ বালক সুব্রত কাপ টুর্নামেন্টে রাজ্যস্তরে অংশগ্রহণ ও বাণীবিদ্যাপীঠ হাই স্কুল অনুর্ধ ১৭ জহরলাল নেহেরু কাপ হকিতে রাজ্যস্তরে অংশ গ্রহন করায় তাদের হাতে একটি করে ট্রফি ও প্রত্যেককে একটি করে মেডেল তুলে দেন বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।অনুষ্ঠানের শুরুতে নৃত্য প্রদর্শন করে বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের ছাত্রী সোনালী হাজরা।



 এই ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ায় এর প্রশংসা করেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি।