Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যে প্রশাসনিক পদে ব্যাপক রদবদল, পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে মহঃ এনাউর রহমান

                      মহঃ এনাউর রহমান ও বিজয় ভারতী


রাজ্যে প্রশাসনিক পদে ব্যাপক রদবদল, পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে মহঃ এনাউর রহমান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে আসছেন মহঃ এনাউর রহমান। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক পদে রয়েছেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকা সোমবার এক আদেশনামায় মহঃ এনাউর রহমান কে পূর্ব বর্ধমানের জেলা শাসক পদের দায়িত্ব নিতে বলছেন। এদিকে পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী-কে বীরভূমের জেলা শাসক পদে বদলি করা হয়েছে। অন্যদিকে বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা-কে জলপাইগুড়ির জেলা শাসক পদে বদলি করা হয়েছে। এছাড়াও ওই আদেশনামায় রাজ্যের দুই দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি বিবেক সহায় এবং এ সুব্বিয়াহ সহ আরও কয়েকটি জেলার জেলা শাসকদের স্থানান্তরিত করা হয়েছে। এর জলপাইগুড়ি জেলার জেলা শাসক অভিষেক কুমার-কে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব পদে পাঠানো হয়েছে। নদীয়ার জেলা শাসক ভিবু গোয়েল-কে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পদে বদলি করা হয়েছে। দার্জিলিঙের জেলা শাসক পোন্নমবালম এস'কে ভূমি দপ্তরের যুগ্ম সচিব পদে পাঠানোর আদেশ হয়েছে। এছাড়া সুমিত গুপ্তা উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক হচ্ছেন। দার্জিলিঙের জেলা শাসক পদে যাচ্ছেন শশাঙ্ক শেঠি। নদীয়ার জেলা শাসক পদে যাচ্ছেন পার্থ ঘোষ। এই আদেশনামা শীঘ্রই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।