Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যে প্রশাসনিক পদে ব্যাপক রদবদল, পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে মহঃ এনাউর রহমান

                      মহঃ এনাউর রহমান ও বিজয় ভারতী


রাজ্যে প্রশাসনিক পদে ব্যাপক রদবদল, পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে মহঃ এনাউর রহমান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে আসছেন মহঃ এনাউর রহমান। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক পদে রয়েছেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকা সোমবার এক আদেশনামায় মহঃ এনাউর রহমান কে পূর্ব বর্ধমানের জেলা শাসক পদের দায়িত্ব নিতে বলছেন। এদিকে পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী-কে বীরভূমের জেলা শাসক পদে বদলি করা হয়েছে। অন্যদিকে বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা-কে জলপাইগুড়ির জেলা শাসক পদে বদলি করা হয়েছে। এছাড়াও ওই আদেশনামায় রাজ্যের দুই দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি বিবেক সহায় এবং এ সুব্বিয়াহ সহ আরও কয়েকটি জেলার জেলা শাসকদের স্থানান্তরিত করা হয়েছে। এর জলপাইগুড়ি জেলার জেলা শাসক অভিষেক কুমার-কে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব পদে পাঠানো হয়েছে। নদীয়ার জেলা শাসক ভিবু গোয়েল-কে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পদে বদলি করা হয়েছে। দার্জিলিঙের জেলা শাসক পোন্নমবালম এস'কে ভূমি দপ্তরের যুগ্ম সচিব পদে পাঠানোর আদেশ হয়েছে। এছাড়া সুমিত গুপ্তা উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক হচ্ছেন। দার্জিলিঙের জেলা শাসক পদে যাচ্ছেন শশাঙ্ক শেঠি। নদীয়ার জেলা শাসক পদে যাচ্ছেন পার্থ ঘোষ। এই আদেশনামা শীঘ্রই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।