একুশের লক্ষ্যে ভোটার লিস্ট সংক্রান্ত আলোচনায় তৃণমূল
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস গুটি সাজাতে শুরু করেছে। ছোট-বড় সভা, সাংবাদিক সম্মেলন সহ নানা ভাবে দলীয় কর্মী-সমর্থকদের ভোটের ময়দানে চাঙ্গা রাখার প্রক্রিয়া চলছে। শনিবার বর্ধমান টাউন হলে ভোটার লিস্ট সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই সভা হয়। মূলতঃ বর্ধমান শহরের সমস্ত বুথের সক্রিয় নেতা-কর্মীরা অংশ নেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ আইনুল হক, প্রণব চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ দাস, উজ্জ্বল প্রামাণিক, অরূপ দাস, মেহেবুব হোসেন, রাসবিহারী হালদার, খন্দেকার শহীদুল্লাহ, শুভায়ু সাহা সহ অন্যান্যরা।
স্বপন দেবনাথ এবং আইনুল হক একই সুরেই বক্তব্য রাখেন। নির্বাচনে ভোটার লিস্ট হলো গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি বুথে ভোটার লিস্ট ধরে বাড়ি বাড়ি যেতে হবে। মানুষের অভাব অভিযোগ জানতে হবে। পাশাপাশি উন্নয়নের বিষয় গুলো তুলে ধরতে হবে। কোনো দাদা নয়, আমরা সবাই দিদির অনুগামী। এভাবেই চলতে হবে।