বর্ধমানে দিন দুপুরে সোনার দোকানে কেপমারি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বর্ধমানে দিন দুপুরে সোনার দোকানে কেপমারি



 

বর্ধমানে দিন দুপুরে সোনার দোকানে কেপমারি

 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের পার্কাস রোড এলাকায় দিন দুপুরে সোনার দোকানে কেপমারির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। জানাগেছে, অবাঙালি দু'জন খদ্দের সেজে দোকানে আসে। এরপর তারা দোকানে সোনার চেন, আঙটি, মঙ্গলসূত্র সহ কিছু জিনিষ নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ পাশের দোকানের সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

 


ঘটনার পর দোকানের মালিক দীপান্বিতা দত্ত কান্নায় ভেঙে পড়েন। তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান, দুষ্কৃতীরা হিন্দি এবং উর্দুতে কথা বলছিল। ওদের চাহিদা মতো গয়না দেখানোর ফাঁকেই, মুহুর্তে কেপমারি করে মোটর বাইকে চড়ে পালিয়ে যায়। তিনি চোর চোর বলে চিৎকার করেছিলেন। কিন্তু কেউ আসার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।


Post a Comment

0 Comments