বর্ধমানে দিন দুপুরে সোনার দোকানে কেপমারি
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের পার্কাস রোড এলাকায় দিন দুপুরে সোনার দোকানে কেপমারির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। জানাগেছে, অবাঙালি দু'জন খদ্দের সেজে দোকানে আসে। এরপর তারা দোকানে সোনার চেন, আঙটি, মঙ্গলসূত্র সহ কিছু জিনিষ নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ পাশের দোকানের সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
ঘটনার পর দোকানের মালিক দীপান্বিতা দত্ত কান্নায় ভেঙে পড়েন। তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান, দুষ্কৃতীরা হিন্দি এবং উর্দুতে কথা বলছিল। ওদের চাহিদা মতো গয়না দেখানোর ফাঁকেই, মুহুর্তে কেপমারি করে মোটর বাইকে চড়ে পালিয়ে যায়। তিনি চোর চোর বলে চিৎকার করেছিলেন। কিন্তু কেউ আসার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।