Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি


 

অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : আবারও অসহায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ালেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।কারালাঘাটের কানে কম শোনা পরেশ সাধুখাঁ'র হাতে একটি শ্রবণ যন্ত্র ও মনিরামবাটির স্বাভাবিক ভাবে চলতে অক্ষম চাঁপা বাগের হাতে একটি ক্রাচ তুলে দেন। তাঁর সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক।তাঁরা দুজনেই পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে তাদের অসহায় অবস্থা জানিয়ে আবেদন করেন।



আজ তারই পরিপ্রেক্ষিতে নিজের পার্টি অফিস থেকে তাদের হাতে যন্ত্র দুটি তুলে দেন তিনি। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রীর আদর্শকে সামনে রেখেই তিনি চলেন। সকলে ভালো থাকুন। অসহায় মানুষদের ভালো রাখার জন্যই মুখ্যমন্ত্রী এত কিছু করছেন। এটুকু করতে পেরে তাদের ও ভালো। তিনি আরো বলেন সাংসদ সুনীল মণ্ডলের পক্ষ থেকে এগুলো দেওয়া হলো।