Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারায়ণ হাজরা চৌধুরী'র স্মরণ সভা করলো তৃণমূলের শিক্ষক সংগঠন


 

নারায়ণ হাজরা চৌধুরী'র স্মরণ সভা করলো তৃণমূলের শিক্ষক সংগঠন


 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন নারায়ণ হাজরা চৌধুরী। গত ২০ শে অক্টোবর তিনি কোভিড আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তাঁর প্রয়াণে আজ বাদামতলার পার্টি অফিসে একটি স্মরণ সভার আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন দাস, শিকশক নেতা শুভাশীষ ভট্টাচার্য্য, অতনু নায়েক, গদাধর হাজরা, ইতু ব্যানার্জী, দেবদ্বীপ চ্যাটার্জী, রবিকিরণ মুখার্জী সহ অন্যান্যরা। ছিলেন নারায়ণ বাবুর খুব কাছের, এলাকার সমাজ সেবী ও তৃণমূল নেতা জয়দেব কুন্ডু। প্রত্যেকেই আজ শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন ও তাঁর আত্মার চির শান্তি কামনা করেন।তপন দাস জানান জেলার একজন অন্যতম শক্তিশালী, বরিষ্ঠ নেতা ছিলেন নারায়ণ বাবু।সমিতির যেকোনো কাজে বা দরকারে সব সময় তাঁকে পাওয়া যেত। সাহায্যের হাত সর্বদাই বাড়িয়ে রাখতেন তিনি। শুধু তাই নয় সংগঠনের মিটিং করতে যাতে কোনো অসুবিধা না হয় তাই এই বাদামতলার তাঁর পার্টি অফিসের পিছনেই একটি ঘরের ব্যবস্থাও করে দিয়েছিলেন।