Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারায়ণ হাজরা চৌধুরী'র স্মরণ সভা করলো তৃণমূলের শিক্ষক সংগঠন


 

নারায়ণ হাজরা চৌধুরী'র স্মরণ সভা করলো তৃণমূলের শিক্ষক সংগঠন


 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন নারায়ণ হাজরা চৌধুরী। গত ২০ শে অক্টোবর তিনি কোভিড আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তাঁর প্রয়াণে আজ বাদামতলার পার্টি অফিসে একটি স্মরণ সভার আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন দাস, শিকশক নেতা শুভাশীষ ভট্টাচার্য্য, অতনু নায়েক, গদাধর হাজরা, ইতু ব্যানার্জী, দেবদ্বীপ চ্যাটার্জী, রবিকিরণ মুখার্জী সহ অন্যান্যরা। ছিলেন নারায়ণ বাবুর খুব কাছের, এলাকার সমাজ সেবী ও তৃণমূল নেতা জয়দেব কুন্ডু। প্রত্যেকেই আজ শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন ও তাঁর আত্মার চির শান্তি কামনা করেন।তপন দাস জানান জেলার একজন অন্যতম শক্তিশালী, বরিষ্ঠ নেতা ছিলেন নারায়ণ বাবু।সমিতির যেকোনো কাজে বা দরকারে সব সময় তাঁকে পাওয়া যেত। সাহায্যের হাত সর্বদাই বাড়িয়ে রাখতেন তিনি। শুধু তাই নয় সংগঠনের মিটিং করতে যাতে কোনো অসুবিধা না হয় তাই এই বাদামতলার তাঁর পার্টি অফিসের পিছনেই একটি ঘরের ব্যবস্থাও করে দিয়েছিলেন।