Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি করার অপরাধে 'সমব্যাথী' প্রকল্পের প্রাপ্য থেকে বঞ্চিত দু'টি পরিবার


 

বিজেপি করার অপরাধে 'সমব্যাথী' প্রকল্পের প্রাপ্য থেকে বঞ্চিত দু'টি পরিবার


রাহুল রায়, কাটোয়া : রাজ্য সরকারের 'সমব্যাথী' প্রকল্প নিয়ে রাজনীতি হচ্ছে। এমনই অভিযোগ উঠেছে কাটোয়া ২ ব্লকের পলসোনা অঞ্চলে। অভিযোগ বিজেপি করার অপরাধে 'সমব্যাথী' প্রকল্পের টাকা পায়নি দু'টি পরিবার।

২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হিসাবে পশ্চিমবঙ্গে শুরু হয় সমব্যাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পরিবারের কেউ বা আত্মীয় স্বজন কেউ মারা গেলে তার শবদেহ দাহ করা বা সমাধিস্থ করার জন্য ২০০০ টাকা পরিবারের সদস্য দের হাতে তুলে দেওয়া হয়। যদিও এই টাকা পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে সঙ্গে সঙ্গে দেবার কথা কিন্তু কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত পলসোনা পঞ্চায়েতে সেটা নিয়েও চলছে রাজনীতি এমনি অভিযোগ করেছেন কুয়ারা গ্রামের দুই বিজেপি কর্মী রাখহরি ঘোষ ও সুদীপ চন্দ্র।




 তাঁদের অভিযোগ একজনের বাবা মারা গেছেন ৫ মাস এবং আর একজনের ১০ মাস আগে। কিন্তু তারা এখনো সমব্যাথী প্রকল্পের টাকা পায় নি। কারণ তারা বিজেপি করেন, অথচ তাঁদের বাড়ির সামনেই সমব্যাথী প্রকল্প নিয়ে হোর্ডিং দিয়েছে তৃণমূল। তারা আরও জানান, তাঁদের বাবা মারা যাবার পর গ্রামে আরও অনেকে মারা গেছেন কিন্তু তাদের পরিবার ওই প্রকল্পের টাকা পেয়ে গেছেন। তাই বিজেপি করার অপরাধেই কি তাদের সমব্যাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না ? এই প্রশ্ন নিয়েই তারা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের শরণাপন্ন হয়েছেন। তাদের আশা বিডিও'র হস্তক্ষেপে সমব্যাথী প্রকল্প রাজনীতির বেড়াজাল থেকে মুক্ত হয়ে প্রকৃত সমব্যাথী হয়ে উঠবে।