Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাটোয়ায় কর্মতীর্থ প্রকল্পে ৩৫টি দোকান ঘরের উদ্বোধন


 

কাটোয়ায় কর্মতীর্থ প্রকল্পে ৩৫টি দোকান ঘরের উদ্বোধন 


রাহুল রায়, কাটোয়া : পশ্চিমবঙ্গ সরকারের কর্মতীর্থ প্রকল্পে ৩৫ টি দোকান ঘরের উদ্বোধন হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গি গ্ৰামে কর্মতীর্থ প্রকল্পের দোকানগুলি শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন রাজ্যের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা, কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী, পূর্ব বর্ধমানের জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ কর, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।




 কর্মতীর্থ-টি নির্মাণ করা হয়েছে প্রায় ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে। এই কর্মতীর্থে ৪০ টি দোকান ঘর রয়েছে। সরকারি ভাবে বৃহস্পতিবার ৩৫ টি দোকান ঘরের উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে তিনজন মহিলার হাতে নতুন দোকান ঘরের চাবি তুলে দিলেন মন্ত্রী ও বিধায়ক। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স ঋণ স্থানীয় মানুষজন।