Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ


 

পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ সর্বোচ্চ। ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ১৩৫ জন। পূর্ব বর্ধমান জেলায় সংখ্যা তথ্যের নিরিখে এটাই সব থেকে বেশি। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও ১২৪ পৌঁছে গেল। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ১৩৫ জন করোনা আক্রান্ত পাশাপাশি মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৩০ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৭ হাজার ৫৮০ জন। রবিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে ১২৪ জনের মৃত্যু হয়েছে। ৬২৬ জনের চিকিৎসা চলছে।

দুর্গাপুজোর পর থেকেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত দু'দিন আক্রান্তের সংখ্যা একশোর নিচে থাকার পর আজ এক লাফে সর্বোচ্চ। অথচ হাটে, বাজারে, চায়ের দোকান কিংবা মুদির দোকানে চোখ রাখলেই বোঝা যায় সাধারণ মানুষ বড্ড বেপরোয়া। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব বিধির কোনো বালাই নেই। এক শ্রেণীর মানুষ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই ঘুরে বেড়াচ্ছে।স্বাভাবিকভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। 

 ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। তারমধ্যে বর্ধমান পুর এলাকায় ৩১ জন, গুসকরা পৌর এলাকায় ২ জন, কাটোয়া পুর এলাকায় ৮ জন, কালনা পুর এলাকায় ৮ জন, মেমারি পুর এলাকায় ৩ জন, ভাতাড়ে ৪ জন, বর্ধমান ১ ব্লকে ৫ জন, বর্ধমান ২ ব্লকে ৮ জন, গলসি ১ ব্লকে ৫ জন, গলসি ২ ব্লকে ৩ জন, কালনা ১ ব্লকে ৭ জন, কালনা ২ ব্লকে ৪ জন, কাটোয়া ১ ব্লকে ৩ জন, কাটোয়া ২ ব্লকে ১ জন, কেতুগ্রাম ১ ব্লকে ১ জন, কেতুগ্রাম ২ ব্লকে ২ জন, খন্ডঘোষে ৬ জন, মেমারি ১ ব্লকে ৮ জন, মঙ্গলকোটে ৮ জন, মন্তেশ্বরে ১ জন, পূর্বস্থলি ১ ব্লকে ৫ জন, পূর্বস্থলি ২ ব্লকে ২ জন, রায়না ১ ব্লকে ৪ জন এবং রায়না ২ ব্লকে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

 সরকারি রিপোর্টে জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৫ জনের মধ্যে ১১৭ জনই উপসর্গহীন। এখন পর্যন্ত ৮ হাজার ৩৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬২৬ জনের চিকিৎসা চলছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে সরকারি রিপোর্টে করোনা সংক্রমণে এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। তবে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক কর্তারা বলছেন অযথা আতঙ্কিত হবেন না, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন।