Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাস্ক পড়ে রাস্তায় বেরোলে ভাগ্যে জুটতে পারে দুর্মূল্য জিনিষ


 

মাস্ক পড়ে রাস্তায় বেরোলে ভাগ্যে জুটতে পারে দুর্মূল্য জিনিষ


সেখ সামসুদ্দিন, বর্ধমান : মাস্ক পড়ে বেরিয়েছেন, তাহলে ভাগ্যে ছুটতে পারে বর্তমান সময়ের দুর্মূল্য জিনিষটি। না, কোনো গল্প কথা নয়। রবিবার এমনই ঘটনার স্বাক্ষী থাকলো শহর বর্ধমানের কার্জনগেট এলাকার মানুষজন। আসলে দুর্গাপুজোর পর পূর্ব বর্ধমান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় প্রত্যেকদিনই সেঞ্চুরী করছে। মানুষের মধ্যে সচেতনতার অভাবে মাস্ক ছাড়া অনেককেই দেখা যাচ্ছে রাস্তায়। প্রশাসন বারবার বলেও হুঁশ ফেরাতে পারছেনা। এদিকে আবার করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পিয়াঁজের দামও ! সেও সেঞ্চুরী হাঁকালো।



 একেবারে মুশকিল আসান সম্ভব না হলেও, মাস্ক পরলে একেবারে বিনামূল্যে পিয়াঁজ পাওয়ার সুযোগ থাকছে। আজ বিকাল সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত বর্ধমানের বীরহাটা আর কার্জনগেট চত্বরে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহ বাড়াতে প্রচার চালায় পল্লীমঙ্গল সমিতি। আর মাস্ক পরলে যে কেউ পেয়ে যেতে পারেন ১ কেজি পিয়াঁজ একদম বিনামূল্যে। পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার এর এহেন উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন সকলেই।