Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে নির্মীয়মান রাস্তা পরিদর্শনে সভাধিপতি


 

জামালপুরে নির্মীয়মান রাস্তা পরিদর্শনে সভাধিপতি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নশিপুর গ্রামে আর আই ডি এফ প্রকল্পে সাড়ে তিন কিমি রাস্তার কাজ চলছিল।কিন্তু এক কিমি তৈরি হবার পর রাস্তা অত্যন্ত নিম্ন মানের তৈরি হওয়ায় প্রতিবাদে ফেটে পড়ে গ্রামবাসীরা। পিচ রাস্তা তৈরি হবার পর সেই রাস্তা হাতে করে টানলেই সেই পিচ উঠে আসছে।গ্রামবাসীদের মিলিত প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।



 রবিবার সেই রাস্তা নিজে সরেজমিনে দেখতে জামালপুরে আসেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। তার সাথে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জেলা বাস্তুকার, মহকুমা বাস্তুকার সহ অন্যান্যরা। গ্রামবাসীরা সভাধিপতিকে রাস্তার অবস্থা দেখান। সভাধিপতি বলেন কাজের যেমন ওয়ার্ক অর্ডার আছে সেরকম ভাবেই কাজ করতে হবে। তৈরি হওয়া রাস্তা যেখানে যেখানে প্রয়োজন সেখানে নতুন করে করতে হবে। সভাধিপতি'র এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন জেলা পরিষদের সভাধিপতি এসেছিলেন তিনি নিজে দেখে তাঁর বক্তব্য বলেছেন। এই মুহূর্তে আলাদা করে তাঁর কিছু আর বলার নেই।