চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

করোনা আবহে শিশু পড়ুয়াদের শিক্ষা সামগ্রী ও মাস্ক প্রদান


 

করোনা আবহে শিশু পড়ুয়াদের শিক্ষা সামগ্রী ও মাস্ক প্রদান


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :   পুজোর আগে পথশিশুদের হাতে কিছু উপহার তুলে দিলো বর্ধমান ওয়েভ। বর্ধমান ওয়েভ একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রবিবার বর্ধমান শহরের উপকণ্ঠে দামোদর নদের তীরে বিনয়পল্লীতে এই উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে হাতেখড়ি সংস্থা একটি ছোট পাঠশালা চালায়। কৃষকসেতুর দু'পারে এই পাঠশালাগুলিতে সামাজিক দুরত্ব মেনে পড়ানো চলছে। এদিন বর্ধমান ওয়েভের সদস্যরা উপহার তুলে দেন পড়ুয়াদের হাতে। উপহারে ছিল খাতা, পেন, পেন্সিল বাক্স, ইরেজার, শার্পনার ইত্যাদি শিক্ষাসামগ্রী। সঙ্গে ছিল চকোলেট আর মাস্ক। এই পড়ুয়ারা সংক্রমণের বিপদ বোঝে। তারা এই উপহার পেয়ে দারুণ খুশি। এখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক চরণ ভুঁইমালি, সভাপতি পার্থ চৌধুরী, আয়োজক সঞ্চারী সরকার, শিক্ষক জয়ন্ত বিশ্বাস, কিশোর মাকর প্রমুখ। এখানকার পাঠশালার সংগঠক সঞ্জয় সাহা, সুমন্ত মার্জিত এই উদ্যোগে খুব খুশি। বর্ধমান ওয়েভের সম্পাদক চরণ ভুঁইমালি জানান, সারা বছর তারা নানান সামাজিক ও সাংস্কৃতিক কাজ করেন। আজ শিশু পড়ুয়াদের হাতে তুলে দিলেন শিক্ষাসামগ্রী 



 এই পড়ুয়ারা সংক্রমণের বিপদ বোঝে। তারা এই উপহার পেয়ে দারুণ খুশি। এখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক চরণ ভুঁইমালি, সভাপতি পার্থ চৌধুরী, আয়োজক সঞ্চারী সরকার, শিক্ষক জয়ন্ত বিশ্বাস, কিশোর মাকর প্রমুখ। এখানকার পাঠশালার সংগঠক সঞ্জয় সাহা, সুমন্ত মার্জিত এই উদ্যোগে খুব খুশি। বর্ধমান ওয়েভের সম্পাদক চরণ ভুঁইমালি জানান, সারা বছর তারা নানান সামাজিক ও সাংস্কৃতিক কাজ করেন। আজ শিশু পড়ুয়াদের হাতে তুলে দিলেন শিক্ষাসামগ্রী।