Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ক্যান্সার আক্রান্ত ৬ বছরের শিশুর পাশে স্বপ্ন ফাউন্ডেশন


 

ক্যান্সার আক্রান্ত ৬ বছরের শিশুর পাশে স্বপ্ন ফাউন্ডেশন


অতনু ঘোষ ও সত্য নারায়ন সিকদারের, মেমারি : ফের মানবিকতার নজির গড়লো পূর্ব বর্ধমান জেলার মেমারির 'স্বপ্ন ফাউন্ডেশন'। পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার সমষপুরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম শেখ এর ছয় বছরের পুত্র মইনুল দুরারোগ্য ব্লাড ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। চিকিৎসা করানোর দরকার। কিন্তু অভাবের সংসারে চিকিৎসা করার মতো টাকা নেই। করোনার প্রকোপে কয়েক মাস ধরে লকডাউনের জেরে মইনুলের পরিবারে অর্থাভাব আরও বেড়েছে। তাই ছেলের চিকিৎসার জন্যও টাকা জোগাড় করতে পারছেন না তাঁরা। ঠিক সেই সময় সাক্ষাৎ ভগবান এর মত এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালো মেমারির স্বপ্ন ফাউন্ডেশন। 

বিশিষ্ট সমাজসেবী রাম শংকর চক্রবর্তীর অনুপ্রেরণায়, সেখ সৈকত, শোভন চৌধুরী, ইমরান মন্ডল, আলিম সেখ, আক্তার শেখ, শেখ আউলিয়া ও হাসান শেখ এর উপস্থিতিতে ইব্রাহিম শেখ এর বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা পরিবারটির হাতে তুলে দেন এবং ভবিষ্যতে যাতে আবার সাহায্য করতে পারেন, তার আশ্বাসও দেন।

এই আর্থিক সাহায্য পেয়ে ছেলের চিকিৎসার জন্য কিছুটা হলেও আশার আলো দেখছেন পরিবারটি এবং স্বপ্ন ফাউন্ডেশন এর কাছে তারা কৃতজ্ঞ।