Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে কাটোয়ার গ্রামে ক্লাবের লক্ষ্মীপুজো

                      গিনি স্টার ক্লাবের লক্ষ্মী প্রতিমা


 

করোনা আবহে কাটোয়ার গ্রামে ক্লাবের লক্ষ্মীপুজো


রাহুল রায়, কাটোয়া :  করোনা আবহে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। গ্রামের গিনি স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মীপুজা এবার ২৮ বছরে পদার্পণ করলো।



                       নাগিন স্টার ক্লাবের লক্ষ্মী প্রতিমা

 অন্যদিকে নাগিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পূজা এবার ১২ বছরে। অন্যান্য বছরের তুলনায় এবছর জন্য করোনা আবহের জন্য উদ্যোক্তারা অনুষ্ঠানের বেশ কিছু কাটছাঁট করেছেন। মন্ডপ থেকে আলোকসজ্জা ও প্রতিমা সবেতেই কিছুটা ভাটা পড়েছে। উদ্যোক্তাদের কথায় জানা গেল, গ্রামের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বছরভর দিল্লী, জয়পুর কিংবা আরও দুরে থাকেন। এদের অনেকেই স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত‌‌।অনেকেই অন্যান্য পেশাতেও আছেন। তারা দুর্গাপুজোর সময় বাড়ি আসতে পারেন না। তাই দুর্গাপুজোর আনন্দকে পুষিয়ে নিতে কোজাগরী লক্ষ্মীপুজোয় আনন্দে মেতে ওঠেন। দুর্গাপূজোর আনন্দকে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে এই গ্রামে লক্ষ্মীপুজোকেই বড় পুজার আকার দিয়েছে। কিন্তু এবছর অতিমারির কথা মাথায় রেখে সমস্ত অনুষ্ঠান থেকে তারা বিরত রয়েছেন। তবে যথাযত নিষ্ঠার সহকারে পুজো হচ্ছে।