Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দশ দফা দাবিতে পশ্চিম বর্ধমানে স্কীম ওয়ার্কার্স সংগঠনের মিছিল ও ডেপুটেশন


 

দশ দফা দাবিতে পশ্চিম বর্ধমানে স্কীম ওয়ার্কার্স সংগঠনের মিছিল ও ডেপুটেশন



ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দশ দফা দাবিতে স্কীম ওয়ার্কাররা আন্দোলনে নেমেছে। স্কীম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ছত্রছায়ায় এই আন্দোলন শুরু হয়েছে। পৌর স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, মিড ডে মিল কর্মীরা এই আন্দোলনে সামিল হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। 



 স্কীম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর সদস্য সুচেতা কুন্ডু জানান, স্কীম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। ৫ লক্ষ টাকা গ্রাচুয়িটি, ১০ হাজার টাকা পেনশন, পি এফ ও ই এস আই সহ সামাজিক সুরক্ষা প্রদান, অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর করা ও অবসরপ্রাপ্ত সমস্ত স্কিম ওয়ার্কারদের পেনশন ও এককালীন ভাতা প্রদান,সমস্ত স্কিম ওয়ার্কারদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা, সরকার ঘোষিত বোনাস সকল স্কিম ওয়ার্কারদের দেওয়ার দাবি সহ ১০ দফা দাবিতে তাদের আন্দোলন চলছে। আজ আসানসোল কোর্ট চত্বরে স্কীম ওয়ার্কাররা জমায়েত হয়ে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়। দাবি পূরণ না হলে পরবর্তীতে ধারাবাহিক ভাবে আন্দোলন চলবে।