Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দশ দফা দাবিতে পশ্চিম বর্ধমানে স্কীম ওয়ার্কার্স সংগঠনের মিছিল ও ডেপুটেশন


 

দশ দফা দাবিতে পশ্চিম বর্ধমানে স্কীম ওয়ার্কার্স সংগঠনের মিছিল ও ডেপুটেশন



ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দশ দফা দাবিতে স্কীম ওয়ার্কাররা আন্দোলনে নেমেছে। স্কীম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ছত্রছায়ায় এই আন্দোলন শুরু হয়েছে। পৌর স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, মিড ডে মিল কর্মীরা এই আন্দোলনে সামিল হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। 



 স্কীম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর সদস্য সুচেতা কুন্ডু জানান, স্কীম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। ৫ লক্ষ টাকা গ্রাচুয়িটি, ১০ হাজার টাকা পেনশন, পি এফ ও ই এস আই সহ সামাজিক সুরক্ষা প্রদান, অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর করা ও অবসরপ্রাপ্ত সমস্ত স্কিম ওয়ার্কারদের পেনশন ও এককালীন ভাতা প্রদান,সমস্ত স্কিম ওয়ার্কারদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা, সরকার ঘোষিত বোনাস সকল স্কিম ওয়ার্কারদের দেওয়ার দাবি সহ ১০ দফা দাবিতে তাদের আন্দোলন চলছে। আজ আসানসোল কোর্ট চত্বরে স্কীম ওয়ার্কাররা জমায়েত হয়ে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়। দাবি পূরণ না হলে পরবর্তীতে ধারাবাহিক ভাবে আন্দোলন চলবে।