Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনায় প্রতিবাদ জামালপুরে


 

উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনায় প্রতিবাদ জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : উত্তরপ্রদেশের হাতরাসে অপহরণ করে গণধর্ষণ ও তারপর খুন করা হয় মাত্র ১৯ বছরের দলিত তরুণী মনীষা বাল্মীকিকে। বাড়ির লোকের হাতে তার মৃতদেহ না তুলে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই কাজের জন্য সারা ভারত জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। আজ জামালপুরে গুহ মার্কেটের সামনে মেমারী তারকেশ্বর রোডে বিক্ষোভ দেখান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। তাঁরা রাস্তায় তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে বিক্ষোভ দেখান উত্তরপ্রদেশের যোগী সরকার ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। ছিলেন অনেক মহিলা সমর্থকও। তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের কঠোরতম শাস্তি দাবি করেন।