চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনায় প্রতিবাদ জামালপুরে


 

উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনায় প্রতিবাদ জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : উত্তরপ্রদেশের হাতরাসে অপহরণ করে গণধর্ষণ ও তারপর খুন করা হয় মাত্র ১৯ বছরের দলিত তরুণী মনীষা বাল্মীকিকে। বাড়ির লোকের হাতে তার মৃতদেহ না তুলে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই কাজের জন্য সারা ভারত জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। আজ জামালপুরে গুহ মার্কেটের সামনে মেমারী তারকেশ্বর রোডে বিক্ষোভ দেখান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। তাঁরা রাস্তায় তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে বিক্ষোভ দেখান উত্তরপ্রদেশের যোগী সরকার ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। ছিলেন অনেক মহিলা সমর্থকও। তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের কঠোরতম শাস্তি দাবি করেন।