জামালপুর বিধান সভার মুগরো অঞ্চলে সিপিএম থেকে বিজেপিতে যোগদান
ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুগরা অঞ্চলের উচিতপুর গ্রামের বিধানসভার ৭এ মন্ডলের ২৫৪ ও ২৫৫ বুথ থেকে অনেকগুলি পরিবার সিপিএম থেকে বি জে পি তে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জামালপুর বিধানসভার কনভেনার জিতেন ডকাল, মন্ডল অবজার্ভার অপু দে ও মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক। জিতেন ডকাল বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি তে যোগদানের একটা হিড়িক পড়ে গেছে। আগামী বিধানসভায় জামালপুরে যে বিজেপি প্রার্থী জয়লাভ করবে সে বিষয়ে তাঁরা নিশ্চিত।