Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে বিজেপি'র সভা


 

কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে বিজেপি'র সভা


সেখ সামসুদ্দিন, মেমারি : কেন্দ্রের মোদী সরকারের কৃষি বিলের সমর্থনে পথে নামলো বিজেপি। মেমারি শহরের চকদিঘী মোড় সংলগ্ন স্থানে বিজেপি'র শহর কমিটির পক্ষ থেকে একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন রাজ‍্য কমিটির সদস‍্য স্মৃতিকণা বসু, মেমারি বিধানসভার কনভেনার চন্দ্রশেখর সাউ, রায়না বিধানসভার অবজার্ভার সন্তোষ রায়, ২৫ নং জেডপি সভাপতি শৈলেন বিশ্বাস, ৩০ নং জেডপি সভাপতি সাগ্নিক সিকদার, বাবলু রায়, সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া তপন লায়েক সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।



 এদিন কৃষি বিলের সমর্থনে নেতৃত্ব বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানোর পাশাপাশি রাজ‍্য সরকারের তীব্র সমালোনা করার পাশাপাশি দেখে নেওয়ার হুঁশিয়ারীও দেওয়া হয়। একই সঙ্গে বলা হয় তারা অতটা নোংরা নয়, যে মানুষকে মেরে হাত নোংরা করবে।