Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ষষ্ঠীতে পুজো উদ্বোধনে পঞ্চায়েত সমিতির সভাপতি


 

ষষ্ঠীতে পুজো উদ্বোধনে পঞ্চায়েত সমিতির সভাপতি




অতনু হাজরা, জামালপুর : আজ মহাষষ্ঠী তে জামালপুরে আটপাড়া সর্বজনীন ও জামালপুর নেতাজি ক্লাবের পুজোর শুভ উদ্বোধন করলেন জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।জামালপুর নেতাজি ক্লাব জামালপুরের অন্যতম প্রাচীন একটি ক্লাব। পুজো উদ্বোধন করে মেহেমুদ খান বলেন সকলে সরকারি নিয়ম মেনে এবারে পুজো বা ঠাকুর দর্শন করবেন।সকলকে মুখে মাস্ক অবশ্যই পরতে বলেন। সেই সঙ্গে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।কারণ এবারের পরিস্থিতি একটু আলাদা। করোনা মোকাবিলায় সকলকেই সচেতন হতে হবে। দুটি ক্লাবের সভাপতি তাঁদের ক্লাবকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবার জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানান। তাঁরা সরকারী নিয়ম মেনেই পুজো সম্পাদন করবেন।