চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ফাইনান্সে বাইক নিয়ে  হয়রানির শিকার ফেরিওয়ালা


 

ফাইনান্সে বাইক নিয়ে  হয়রানির শিকার ফেরিওয়ালা




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুরো টাকা মিটিয়ে দেবার পরও বাইক ফিরিয়ে দিচ্ছে না টিভিএস ক্রেডিট সার্ভিস ফাইনান্স। এমনই অভিযোগ এক ফেরিওয়ালার। পূর্ব বর্ধমান জেলার গলসির গলিগ্রামের প্রতীক দেবনাথ দেড় বছর আগে একটি দু'চাকার গাড়ি কেনে টিভিএস এক্সেল হান্ড্রেড। যা কিনতে তিনি ১৪,৫০০/- টাকা ডাউন প্রেমেন্ট করেন। বাকি ১৯১৮ টাকা করে ৩৬ টি কিস্তি টাকা পরিশোধ করার জন্য টিভিএস ক্রেডিট  সার্ভিস লিমিটেড (ফাইনান্স) থেকে লোন নেন। গাড়ি নিয়ে শুরু করেন হরেকরকমের সামগ্রী নিয়ে ফেরি ব্যবসা। ব্যবসা থেকে নিয়মিত কিস্তিও প্রদান করতেন তিনি। দশটি কিস্তি দেওয়ার পর লকডাউন এর জন্য তিন মাসের কিস্তি বাকি পড়ে যায়। সেই সুযোগে টিভিএস ক্রেডিট সার্ভিস লিমিটেড (ফাইন্যান্স) তার বাইকটি টেনে নিয়ে চলে যায়। অবশেষে ফাইন্যান্স এর নির্দেশে  প্রতীক দেবনাথ তার স্ত্রী'র গয়না বিক্রি করে ৪৪,৩৪১/- টাকা জমা দিলেও তাকে তার গাড়ি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কোলকাতা অফিসের অজুহাত দেখিয়ে প্রতিদিন ফেরত পাঠাচ্ছে দূর্গাপুরে অবস্থিত ওই ফাইনান্সের শাখা অফিসের ম্যানেজার। তার দাবী হয়রানি বন্ধ করুক ফাইন্যান্স কোম্পানী।