Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ফাইনান্সে বাইক নিয়ে  হয়রানির শিকার ফেরিওয়ালা


 

ফাইনান্সে বাইক নিয়ে  হয়রানির শিকার ফেরিওয়ালা




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুরো টাকা মিটিয়ে দেবার পরও বাইক ফিরিয়ে দিচ্ছে না টিভিএস ক্রেডিট সার্ভিস ফাইনান্স। এমনই অভিযোগ এক ফেরিওয়ালার। পূর্ব বর্ধমান জেলার গলসির গলিগ্রামের প্রতীক দেবনাথ দেড় বছর আগে একটি দু'চাকার গাড়ি কেনে টিভিএস এক্সেল হান্ড্রেড। যা কিনতে তিনি ১৪,৫০০/- টাকা ডাউন প্রেমেন্ট করেন। বাকি ১৯১৮ টাকা করে ৩৬ টি কিস্তি টাকা পরিশোধ করার জন্য টিভিএস ক্রেডিট  সার্ভিস লিমিটেড (ফাইনান্স) থেকে লোন নেন। গাড়ি নিয়ে শুরু করেন হরেকরকমের সামগ্রী নিয়ে ফেরি ব্যবসা। ব্যবসা থেকে নিয়মিত কিস্তিও প্রদান করতেন তিনি। দশটি কিস্তি দেওয়ার পর লকডাউন এর জন্য তিন মাসের কিস্তি বাকি পড়ে যায়। সেই সুযোগে টিভিএস ক্রেডিট সার্ভিস লিমিটেড (ফাইন্যান্স) তার বাইকটি টেনে নিয়ে চলে যায়। অবশেষে ফাইন্যান্স এর নির্দেশে  প্রতীক দেবনাথ তার স্ত্রী'র গয়না বিক্রি করে ৪৪,৩৪১/- টাকা জমা দিলেও তাকে তার গাড়ি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কোলকাতা অফিসের অজুহাত দেখিয়ে প্রতিদিন ফেরত পাঠাচ্ছে দূর্গাপুরে অবস্থিত ওই ফাইনান্সের শাখা অফিসের ম্যানেজার। তার দাবী হয়রানি বন্ধ করুক ফাইন্যান্স কোম্পানী।