Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গোৎসব : দুঃস্থ পরিবারের ৫ হাজার মহিলাকে শাড়ি ও মাস্ক প্রদানের কর্মসূচী




 দুর্গোৎসব : দুঃস্থ পরিবারের ৫ হাজার মহিলাকে শাড়ি ও মাস্ক প্রদানের কর্মসূচী



ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন দুর্গোৎসব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলায় দুঃস্থ পরিবারের ৫ হাজার মহিলাকে শাড়ি ও মাস্ক বিতরণের কাজ শুরু করেছে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশন। শনিবার শহর বর্ধমানের কালনা রোডে সংস্থার জেলা কার্যালয়ে মহতী এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক সহ কাঞ্চন সোম, রাজকুমার সাহানা, সুব্রত মন্ডল, মুুকুুল খাসনবিশ,  হীরেন পাঁজা, আজিম উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। সকলেই উপস্থিত দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি ও মাস্ক তুলে দেন।



মন্ত্রী স্বপন দেবনাথ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রাইস মিলস এ্যাসোসিয়েশন যে ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল সত্যি তার তুলনা হয় না। তিনি বলেন, আরও ভালো লাগছে উৎসবের মুখে মা- বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি। এছাড়াও রাইস মিল সংগঠনের নানান ক্ষেত্রে সহযোগিতার কথাও উল্লেখ করেন। 



পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে বস্ত্র বিতরণের আয়োজন এক অনন্য উদ্যোগ। তিনি আয়োজকদের ভূয়ষী প্রশংসা করেন।



 বর্ধমান জেলা রাইস মিলস এ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি আব্দুল মালেক বলেন, আসলে পরিস্থিতির প্রেক্ষিতে বহু মানুষ অসহায় হয়ে পড়েছে। করোনা আবহে রাইস মিলস এ্যাসোসিয়েশন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে বিভিন্ন এলাকায় পৌঁছে কাজ করছে। সেই সময় অন্নপ্রদান কর্মসূচির সূচনা পর্বে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য ৬ লক্ষ ১ টাকার চেক পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, ডিসিএফএস, বর্ধমান থানার আইসি প্রমুখ। আব্দুল মালেক আরও বলেন, আজ এ্যাসোসিয়েশনের বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হলো মন্ত্রী স্বপন দেবনাথ ও সভাধিপতি শম্পা ধাড়া'র উপস্থিতিতে। আগামী ৮ দিন রায়না, সেহারাবাজার, খন্ডঘোষ, গলসি, কালনা, কাটোয়া সহ জেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার দুঃস্থ মহিলার হাতে শাড়ি ও মাস্ক তুলে দেওয়া হবে।


এদিকে শনিবারের কর্মসূচিতে নতুন শাড়ি ও মাস্ক পেয়ে খুশি মহিলারা।