চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

কৃষি বিলের সমর্থনে কৃষক সুরক্ষায় জামালপুরে বিজেপি'র পদযাত্রা ও সভা


 

কৃষি বিলের সমর্থনে কৃষক সুরক্ষায় জামালপুরে বিজেপি'র পদযাত্রা ও সভা


অতনু হাজরা, জামালপুর : সদ্য পাশ হয়েছে কেন্দ্রের কৃষি বিল।এই নিয়ে গোটা দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। কিন্তু বিজেপি বলছে অন্যকথা, কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতেই এই বিল। তাই কৃষি বিলের পক্ষে বিজেপি'ও পথে নেমেছে। প্রতিদিন কৃষিবিলের পক্ষে কৃষক সুরক্ষা পদযাত্রা করছে তারা। আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপি'র জামালপুর ব্লক কমিটির পক্ষ থেকে কৃষক সুরক্ষা পদযাত্রা হয়। হালারা বিপত্তারিনি তলা থেকে শুরু হয়ে জামালপুর ট্রেকার স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভাও করে বিজেপি নেতৃত্ব। পদযাত্রায় সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে পা মেলান বিজেপির রাজ্য সম্পাদিকা তনুজা চক্রবর্তী। তিনি বলেন এই মুহূর্তে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই রাজ্যের বিভিন্ন জায়গায় ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। কৃষি বিল নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকদের ভালোর জন্যই এই বিল। আজকের এই পদযাত্রা ও পথসভা থেকে এই বিল প্রবর্তন করার জন্য মোদিজিকে ধন্যবাদ জানান। পদযাত্রায় অন্যান্যদের মধ্যে ছিলেন পূর্ব বর্ধমান সদর জেলার অন্যতম সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, জামালপুর বিধানসভার কনভেনার জিতেন ডকাল, রাহুল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্লকের প্রচুর বিজেপি কর্মী সমর্থক। পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।